গাজার স্কুলে গণহত্যার প্রতিক্রিয়া
ফিলিস্তিনি প্রহরীদের গুলিতে ইসরাইলি এক বন্দী নিহত, মারাত্মক আহত দুজন
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ঘোষণা করেছে যে, তাদের হাতে বন্দি থাকা এক ইসরাইলি নিহত এবং দুজন মারাত্মকভাবে আহত হয়েছে। সম্প্রতি গাজা শহরের আল-দারাজ এলাকার আল-তাবেঈন স্কুলে ইসরাইল যে গণহত্যা চালিয়েছে তার প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি প্রহরীরা ইসরাইলি বন্দীদের ওপর গুলি চালিয়েছেন।
গতকাল (সোমবার) হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা ইসরাইলি বন্দীদের হতাহতের এই ঘোষণা দেন। তিনি জানান, ইসরাইলি বন্দীদের পাহারায় মোতায়েন দুইজন যোদ্ধা বন্দীদের ওপর গুলি চালান এবং তাৎক্ষণিকভাবে এক ইহুদি বন্দী নিহত হয়।
আবু ওবাইদা জানান, গুলিবর্ষণের আলাদা দুটি ঘটনা ঘটেছে। আহতদের দুজনই নারী বন্দী বলে তিনি উল্লেখ করেন। মারাত্মক আহত ওই দুই নারীকে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি জানান, এই ঘটনা তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত রিপোর্ট পরে প্রকাশ করা হবে।
গত শুক্রবার ভোরে ইহুদিবাদী ইসরাইল নামাজরত মুসল্লিদের ওপর হামলা চালায়। ওই হামলায় ১২০ জনের বেশি ফিলিস্তিনি শহীদ এবং আরো বহু মানুষ আহত হয়েছেন।#
পার্সটুডে/এসআইবি/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।