‘বেসামরিক নাগরিকদের ওপর হামলার পর ইউক্রেনের সাথে আলোচনা নয়’
https://parstoday.ir/bn/news/event-i140568-বেসামরিক_নাগরিকদের_ওপর_হামলার_পর_ইউক্রেনের_সাথে_আলোচনা_নয়’
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যতক্ষণ পর্যন্ত বেসামরিক নাগরিকদের ওপর হামলা বন্ধ না করবে এবং পরমাণু বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য ঝুঁকি সৃষ্টি থেকে বিরত না হবে, ততক্ষণ ইউক্রেনের সাথে শান্তি আলোচনা অসম্ভব। গতকাল (সোমবার) রাশিয়ার শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে পুতিন এ ঘোষণা দেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১৩, ২০২৪ ১২:০২ Asia/Dhaka
  • ‘বেসামরিক নাগরিকদের ওপর হামলার পর ইউক্রেনের সাথে আলোচনা নয়’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যতক্ষণ পর্যন্ত বেসামরিক নাগরিকদের ওপর হামলা বন্ধ না করবে এবং পরমাণু বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য ঝুঁকি সৃষ্টি থেকে বিরত না হবে, ততক্ষণ ইউক্রেনের সাথে শান্তি আলোচনা অসম্ভব। গতকাল (সোমবার) রাশিয়ার শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে পুতিন এ ঘোষণা দেন।

গত সপ্তাহে ইউক্রেন রাশিয়ার কুরস্ক অঞ্চলের বেসামরিক এলাকায় যে হামলা চালিয়েছে তার প্রতি ইঙ্গিত করে একথা বলেন পুতিন। এছাড়া, জাপোরোজিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। 

পুতিন বলেন, ইউক্রেনের সাম্প্রতিকতম পদক্ষেপগুলো একথা স্পষ্ট করে দেয় যে, রুশ প্রস্তাবের ওপর ভিত্তি করে বা নিরপেক্ষ পক্ষগুলোর মাধ্যমে উত্থাপিত রোডম্যাপের ভিত্তিতে বিরোধ নিষ্পত্তির পরিকল্পনা পুনর্বিবেচনা করতে কেন কিয়েভ অস্বীকার করেছে।

পুতিন আরো বলেন, কুরস্কে কিয়েভের হামলার অন্যতম প্রধান লক্ষ্য হলো দোনবাস থেকে মনোযোগ সরানো, যেখানে সাম্প্রতিক মাসগুলোতে রুশ বাহিনী একের পর এক ভূমি দখল করছে। এতে রুশ অভিযানের গতি ধীর হয়নি, বরং দেড় গুণ বেড়েছে।

রুশ প্রেসিডেন্ট বলেন, কুরস্ক অঞ্চলে হামলার মাধ্যমে ইউক্রেন রাশিয়ার জনগণের মনোবল ক্ষুণ্ন করারও চেষ্টা করেছে, কিন্তু তা হিতে বিপরীত হয়েছে।  সেনাবাহিনীতে যোগদান এবং সীমান্ত রক্ষা করার জন্য রুশ স্বেচ্ছাসেবকদের মধ্যে আগের চেয়ে আগ্রহ বেড়েছে বলেও উল্লেখ করেন পুতিন#

পার্সটুডে/এসআইবি/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।