পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট হাইকোর্ট
আরজি করে চিকিৎসককে ধর্ষণ ও হত্যা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ
ভারতের পশ্চিমবঙ্গে আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় জনস্বার্থে দায়ের করা একাধিক মামলার শুনানি শেষে সিবিআই তদন্তের নির্দেশ দিল কোলকাতা হাইকোর্ট।
আজ মঙ্গলবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম মামলার কেস ডায়েরি খতিয়ে দেখেই এই নির্দেশ দিলেন। একই সঙ্গে হাই কোর্ট - রাজ্যের হাতে থাকা সব তথ্য এবং নথি সিবিআইকে দেওয়ার নির্দেশ দিয়েছে। শুধু তা-ই নয়, যে সব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছিল পুলিশ, তা-ও সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার কথা বলা হয়েছে।
আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি। আজ এক সঙ্গে আরজি কর-কাণ্ডে দায়ের হওয়া পাঁচটি জনস্বার্থ মামলারই শুনানি হয়। সেখানেই একাধিক বিষয় নিয়ে প্রশ্ন ওঠে। রাজ্যের কাছে কেস ডায়েরি তলব করা হয়েছিল শুনানিতে। দুপুর ১টার মধ্যে সেই কেস ডায়েরি আদালতে জমা দেয় রাজ্য সরকার। আর রিপোর্টকে সামনে রেখে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি।
শুনানির সময় জনস্বার্থ মামলার আইনজীবী ফিরোজ এডুলজি রাজ্য এবং হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, 'কামদুনিতে ধর্ষণ এবং খুনের মামলা যে ভাবে সাজানো হয়েছিল, সেই একই কায়দায় আরজি করের মামলা সাজানো হচ্ছে।' সমস্ত অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, বুধবার সকাল ১০টায় সবার প্রশ্নের উত্তর দেওয়া হবে।
অন্যদিকে, মামলাগুলির আইনজীবীরা তথ্যপ্রমাণ নষ্ট হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন।
প্রধান বিচারপতি মামলার কেস ডায়রি তলব করেছেন। পাশাপাশি আরজি কর হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষের পদত্যাগপত্র এবং নতুন নিয়োগপত্রও দেখতে চেয়েছেন প্রধান বিচারপতি। পদত্যাগী অধ্যক্ষকে ছুটিতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি তা না করলে আদালতই পদক্ষেপ নেবে বলে সতর্ক করেছে।
এদিকে, নিহত চিকিৎসকের পরিবার আদালতের নজরদারিতে তদন্তের আবেদন জানিয়েছে। তার মা-বাবার আশঙ্কা, তদন্ত ঠিকপথে এগোচ্ছে না। অনেক সন্দেহভাজনকে তদন্তের আওতায় আনা হয়নি বলে অভিযোগ করেছে। পানিহাটির সন্তানহারা পরিবার বলেছে, আদালতের নজরদারিতে তদন্ত হলে তাঁরা আশ্বস্ত হতে পারবেন।#
পার্সটুডে/জিএআর/১৩