মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভ বানানোর ইসরাইলি প্রচেষ্টা রুখে দেবে তুরস্ক
https://parstoday.ir/bn/news/event-i140626-মধ্যপ্রাচ্যকে_অগ্নিগর্ভ_বানানোর_ইসরাইলি_প্রচেষ্টা_রুখে_দেবে_তুরস্ক
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, মধ্যপ্রাচ্যকে আগুনের কুণ্ডলী বানানোর জন্য ইহুদিবাদী ইসরাইল যে প্রচেষ্টা চালাচ্ছে তা মোকাবেলা করবে তার দেশ। আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে তেল আবিবের চলমান উসকানিমূলক আগ্রাসনকে ইঙ্গিত করে এরদোগান একথা বলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১৫, ২০২৪ ১৩:১৪ Asia/Dhaka
  • মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভ বানানোর ইসরাইলি প্রচেষ্টা রুখে দেবে তুরস্ক

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, মধ্যপ্রাচ্যকে আগুনের কুণ্ডলী বানানোর জন্য ইহুদিবাদী ইসরাইল যে প্রচেষ্টা চালাচ্ছে তা মোকাবেলা করবে তার দেশ। আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে তেল আবিবের চলমান উসকানিমূলক আগ্রাসনকে ইঙ্গিত করে এরদোগান একথা বলেন।

গতকাল (বুধবার) রাজধানী আঙ্কারায় ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট বা এ কে পার্টির এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় তুর্কি প্রেসিডেন্ট আরো বলেন, "যারা গাজায় ৪০ হাজার নিরপরাধ মানুষের রক্ত ​​ঝরিয়েছে সেইসব গণহত্যাকারীকে আইনের আওতায় আনা না পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব।"

গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরাইলি গণহত্যামূলক যুদ্ধে ৪০ হাজারের বেশি মানুষ শহীদ হয়েছে যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। 

এছাড়া, লেবাননে ইসরাইলি আগ্রাসনে এ পর্যন্ত ৫৪৭ শহীদ হয়েছেন। পাশাপাশি সিরিয়া ও ইরানের স্বার্থের বিরুদ্ধে দফায় দফায় হামলা চালিয়েছে দখলদার এই শক্তি।#

পার্সটুডে/এসআইবি/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।