আইসিসি’র গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে 'কূটনৈতিক চাপ' বাড়াচ্ছে ইসরাইল
https://parstoday.ir/bn/news/event-i140630-আইসিসি’র_গ্রেপ্তারি_পরোয়ানা_ঠেকাতে_'কূটনৈতিক_চাপ'_বাড়াচ্ছে_ইসরাইল
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের নেতৃত্বে সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি’র গ্রেফতারি পরোয়ানা ঠেকাতে কূটনৈতিক চাপ বাড়ানোর পদক্ষেপ নিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১৫, ২০২৪ ১৪:২০ Asia/Dhaka
  • আইসিসি’র গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে 'কূটনৈতিক চাপ' বাড়াচ্ছে ইসরাইল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের নেতৃত্বে সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি’র গ্রেফতারি পরোয়ানা ঠেকাতে কূটনৈতিক চাপ বাড়ানোর পদক্ষেপ নিয়েছে।

ইসরাইলি পত্রিকা হারেৎজ গতকাল (বুধবার) সরকারী সূত্র এবং আইন বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে এই খবর দিয়েছে। পত্রিকাটি বলছে, গ্রেফতারি পরোয়ানা এড়ানোর জন্য ইসরাইল তার মিত্রদের ব্যবহার করছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের অনুরোধে তেল আবিবের মিত্র দেশগুলো আইসিসিকে চিঠি দিয়েছে। এসব দেশ বলেছে, হেগ-ভিত্তিক আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি করার "এখতিয়ার" নেই।

যেসব দেশ এই ইস্যুতে আইসিসির এখতিয়ারকে চ্যালেঞ্জ করেছে তাদের মধ্যে রয়েছে আমেরিকা এবং জার্মানি। তবে, নরওয়ে, আয়ারল্যান্ড, কলম্বিয়া, মেক্সিকো এবং অন্য কয়েকটি দেশ আদালতের এখতিয়ারের সমর্থনে পর্যবেক্ষণের প্রস্তাব দিয়েছে৷#

পার্সটুডে/এসআইবি/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।