গাজায় ২ বছরের কম বয়সী ২১০০ শিশুকে হত্যা করেছে ইসরাইল
(last modified Thu, 15 Aug 2024 08:55:47 GMT )
আগস্ট ১৫, ২০২৪ ১৪:৫৫ Asia/Dhaka
  • গাজায় ২ বছরের কম বয়সী ২১০০ শিশুকে হত্যা করেছে ইসরাইল

জেনেভাভিত্তিক ইউরো-মেডিটারেনিয়ান হিউম্যান রাইটস মনিটর বলেছে, গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল প্রায় ১৭ হাজার ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে যার মধ্যে দুই বছরের কম বয়সী শিশুর সংখ্যা ২১০০।

সংস্থাটি বলছে, "ইসরাইলের বর্বর বাহিনীর হাতে নিহত ফিলিস্তিনি শিশুর সংখ্যা- ভয়ঙ্কর এবং তাদের হত্যার এই হার আধুনিক যুদ্ধের ইতিহাসে নজিরবিহীন।"

ইসরাইলি এই হত্যাকাণ্ড গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগোষ্ঠীকে নির্মূল করার বিপজ্জনক প্রবণতাও তুলে ধরে। ইসরাইলের সামরিক বাহিনী প্রতিদিন পদ্ধতিগতভাবে এবং সবচেয়ে জঘন্য ও নৃশংস উপায়ে ফিলিস্তিনি জনসাধারণ বিশেষ করে শিশুদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। টানা ১০ মাস ধরে কোনো রকমের বিরতি ছাড়াই এই নৃশংসতা চলছে।#

পার্সটুডে/এসআইবি/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।