‘ইসরাইলি গুপ্তহত্যার বিরুদ্ধে জবাব নিশ্চিত’
(last modified Fri, 16 Aug 2024 11:32:29 GMT )
আগস্ট ১৬, ২০২৪ ১৭:৩২ Asia/Dhaka
  • ‘ইসরাইলি গুপ্তহত্যার বিরুদ্ধে জবাব নিশ্চিত’

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আবদুল মালিক আল-হুথি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল সম্প্রতি যে গুপ্ত হত্যাকাণ্ড চালিয়েছে তার বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্টের পক্ষ থেকে নিশ্চিতভাবে জবাব দেয়া হবে। 

তিনি বলেন, মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্য অঞ্চলে যুদ্ধজাহাজ মোতায়েন ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের হামলা প্রতিহত করা যাবে না। ইয়েমেনের কৌশলগত পশ্চিমাঞ্চলীয় হুদাইদা প্রদেশে ইসরাইল সম্প্রতি যে হামলা চালিয়েছে তার বিরুদ্ধে প্রতিশোধ নেবে হুথি যোদ্ধারা।

গতকাল (বুধবার) হুথি নেতা বলেন, প্রতিরোধ ফ্রন্ট ইসরাইলি গুপ্তহত্যা এবং গণহত্যার বিরুদ্ধে প্রতিশোধ নিতে সম্পূর্ণভাবে দৃঢ়প্রতিজ্ঞ। ইসরাইলি লক্ষ্যবস্তুর ওপর প্রতিরোধ ফ্রন্টের জবাব ঠেকানোর জন্য রাজনৈতিক চ্যানেলের মধ্য দিয়ে আমেরিকা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। কিন্তু ইহুদিবাদীদের আগ্রাসনের জবাব দেয়া হবে এবং এটা চূড়ান্ত; এ থেকে পিছু হটবে না ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধারা। 

আনসারুল্লাহ প্রধান বলেন, আঞ্চলিক প্রতিরোধ নেতাদের হত্যার জন্য ইসরাইলের বিরুদ্ধে সম্ভাব্য প্রতিশোধের আশংকায় অবৈধ বসতি স্থাপনকারীরা মারাত্মক ভীতির মধ্যে রয়েছে।

আবদুল মালিক আল-হুথি বলেন, "ইসরাইলি শত্রুর বিরুদ্ধে প্রতিশোধ নেয়া একটি কৌশলগত বিষয় এবং অপরাধী, দুষ্ট ও বেপরোয়া এই শক্তিকে আরো অপরাধ সংঘটিত করা থেকে বিরত রাখার জন্য প্রতিশোধ নেয়া অপরিহার্য।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ১৬