‘সাহান্দ ফ্রিগেট উদ্ধার ইরানি নৌবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ অর্জন’
https://parstoday.ir/bn/news/event-i140666-সাহান্দ_ফ্রিগেট_উদ্ধার_ইরানি_নৌবাহিনীর_জন্য_গুরুত্বপূর্ণ_অর্জন’
ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি তার বাহিনীর প্রশংসা করে বলেছেন, সম্প্রতি পারস্য উপসাগরে অভিযান চালিয়ে ডুবে যাওয়া সাহান্দ ফ্রিগেটকে সফলভাবে উদ্ধার করা ইরানি নৌবাহিনী জন্য গুরুত্বপূর্ণ অর্জন। ইরানি নৌবাহিনীর এই ফ্রিগেটের মেরামত চলাকালীন বন্দর আব্বাস থেকে গড়িয়ে পারস্য উপসাগরে ডুবে যায়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১৬, ২০২৪ ১৭:৫৭ Asia/Dhaka
  • ‘সাহান্দ ফ্রিগেট উদ্ধার ইরানি নৌবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ অর্জন’

ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি তার বাহিনীর প্রশংসা করে বলেছেন, সম্প্রতি পারস্য উপসাগরে অভিযান চালিয়ে ডুবে যাওয়া সাহান্দ ফ্রিগেটকে সফলভাবে উদ্ধার করা ইরানি নৌবাহিনী জন্য গুরুত্বপূর্ণ অর্জন। ইরানি নৌবাহিনীর এই ফ্রিগেটের মেরামত চলাকালীন বন্দর আব্বাস থেকে গড়িয়ে পারস্য উপসাগরে ডুবে যায়।

গতকাল (বৃহস্পতিবার) সুপ্রিম ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি এবং আর্মি ইউনিভার্সিটি অব কমান্ড অ্যান্ড স্টাফ থেকে স্নাতক সম্পন্ন করা ক্যাডেটদের সম্বোধন করে অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেন, গত মাসে সাহান্দকে বাঁচানোর অভিযান একটি বড় অর্জন যার মাধ্যমে নৌবাহিনী লজিস্টিক, ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তির মতো ক্ষেত্রে মূল্যবান বৈজ্ঞানিক জ্ঞান লাভ করেছে।

নৌবাহিনীর কমান্ডার আরো বলেন, বিদেশী সংস্থাগুলো অনুমান করেছিল যে, সাহান্দকে উদ্ধার করতে কমপক্ষে দুই মাস সময় লাগবে এবং জাহাজের সুরক্ষার কোনো গ্যারান্টি থাকবে না। কিন্তু, ইরানি নৌবাহিনী সে ধারণা ভুল প্রমাণ করে জাহাজের কোনো ক্ষতি ছাড়াই মাত্র দশ দিনের মধ্যে উদ্ধার অভিযান সম্পন্ন করতে সক্ষম হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।