কুরস্ক পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পরিকল্পনা করছে ইউক্রেন: মস্কো
https://parstoday.ir/bn/news/event-i140720-কুরস্ক_পারমাণবিক_স্থাপনায়_হামলা_চালানোর_পরিকল্পনা_করছে_ইউক্রেন_মস্কো
রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলের একটি বৃহৎ পারমাণবিক স্থাপনায় ইউক্রেন হামলা চালানোর পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছে মস্কো। রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, সেরকম কোনো আগ্রাসন চালানো হলে স্থাপনাটির চারপাশের বিস্তীর্ণ এলাকায় পারমাণবিক দূষণ ছড়িয়ে পড়বে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১৮, ২০২৪ ১০:৪৫ Asia/Dhaka
  • কুরস্ক পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পরিকল্পনা করছে ইউক্রেন: মস্কো

রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলের একটি বৃহৎ পারমাণবিক স্থাপনায় ইউক্রেন হামলা চালানোর পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছে মস্কো। রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, সেরকম কোনো আগ্রাসন চালানো হলে স্থাপনাটির চারপাশের বিস্তীর্ণ এলাকায় পারমাণবিক দূষণ ছড়িয়ে পড়বে।

শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিত বলেছে, ইউক্রেন কুরস্ক পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে হামলা চালানোর পরিকল্পনা করার পাশাপাশি এ ধরনের একটি ‘উস্কানি’র দায় মস্কোর ওপর চাপানোর চেষ্টা করছে।

বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, ইউক্রেন ওই স্থাপনায় হামলা চালালে  রাশিয়া কঠোরভাবে তার জবাব দেবে।

এর আগে কুরস্ক পারমাণবিক স্থাপনাকে ‘একটি দুর্ঘটনার’ হাত থেকে রক্ষা করার জন্য ইউক্রেন ও রাশিয়া উভয় দেশকে ‘সর্বোচ্চ ধৈর্যধারণের’ আহ্বান জানান আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি।

রাশিয়ায় যে তিনটি বৃহৎ পারমাণবিক জ্বালানি উৎপাদন কেন্দ্র রয়েছে সেগুলোর মধ্যে কুরস্ক অন্যতম। এটিতে মোট ছয়টি চুল্লি রয়েছে। এগুলোর মধ্যে দু’টি চুল্লি বন্ধ রয়েছে, দু’টি নির্মাণ করা হচ্ছে এবং অবশিষ্ট দু’টি পূর্ণ মাত্রায় জ্বালানি উৎপাদন করছে। 

এদিকে, রাশিয়া তার পারমাণবিক স্থাপনায় ইউক্রেন হামলা চালাতে পারে বলে হুশিয়ারি দিলেও কিয়েভ এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক এক্স বার্তায় বলেছেন, কুরস্ক অঞ্চলে তার দেশের সেনাবাহিনী নিজের অবস্থান সংহত করছে।

গত সপ্তাহে ইউক্রেন সীমান্ত থেকে রাশিয়ার প্রায় ৩০ কিলোমিটার অভ্যন্তরে অবস্থিত কুরস্ক অঞ্চল দখল করে নেয় কিয়েভ। এই প্রথম রাশিয়ার ভেতরে ঢুকে বড় ধরনের সাফল্য পেল ইউক্রেন।

এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আলাদা এক বিবৃতিতে বলেছে, দেশটি কুরস্ক অঞ্চলের কোরেনেভো, রুসকোই এবং চেরকাসকোই অঞ্চলে ইউক্রেনের হামলা প্রতিহত করেছে। #

পার্সটুডে/এমএমআই/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন