৪০০’র বেশি মানবাধিকার সংস্থার আহ্বান
ইসরাইলি আগ্রাসন থেকে বেসামরিক নাগরিকদের রক্ষা করুন
বিশ্বের ৪০০’র বেশি মানবাধিকার বিষয়ক সংগঠন ফিলিস্তিনের গাজা উপত্যকার বেসামরিক লোকজনের সুরক্ষা নিশ্চিত করার জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের প্রতি লিখিত আহ্বান জানিয়েছে।
দশ মাস ধরে যখন ইহুদিবাদী ইসরাইল গাজায় লাগাতার আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তখন এই আহ্বান জানালো মানবাধিকার সংগঠনগুলো।
বিশ্বের ৪১৩টি মানবাধিকার ও ত্রাণ সংস্থা যৌথভাবে লেখা এক চিঠিতে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, “গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের জন্য মানবিক ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করা ত্রাণকর্মীদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। ইসরাইলি আগ্রাসনের তারাও বড় শিকার। গাজার পাশাপাশি সারা বিশ্বে ত্রাণকর্মীরা সংঘাতপূর্ণ এলাকায় কাজের ক্ষেত্রে মারাত্মকভাবে বাধার মুখোমুখি হচ্ছেন। পরিস্থিতি দেখে মনে হচ্ছে আমরা দায় মুক্তির যুগে বাস করছি। এই লজ্জাজনক অবস্থা কোনভাবেই চলতে পারে না।”
চিঠির অন্যত্র বলা হয়েছে, মানবিক কর্মীদের মধ্যে প্রাণহানি আগের বছরের তুলনায় ২০২৩ সালে দ্বিগুণ হয়েছে এবং ২০২৪ সালে এই প্রাণহানির সংখ্যা এরইমধ্যে "বিস্ময়কর" পর্যায়ে পৌঁছেছে।
চিঠিতে বলা হয়েছে, "আমরা সারা বিশ্বে মানবিক সংকটের মধ্যে কাজ করতে চাই এবং ত্রাণ বিতরণ করতে থাকব। তবে, চলমান পরিস্থিতিতে আমাদের ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে।"#
পার্সটুডে/এসআইবি/এমএআর/২০