বহু ফিলিস্তিনি হতাহত
গাজার আরেকটি স্কুলে ইসরাইলি হামলা; আমেরিকাকে দায়ী করল হামাস
গাজা উপত্যকার আরেকটি স্কুলে ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বলেছে, স্কুলগুলোতে আশ্রয় নেয়া হাজার হাজার মানুষের ওপর চালানো গণহত্যা প্রমাণ করে, গাজাবাসীর বিরুদ্ধে ইসরাইল পরিকল্পিত অপরাধযজ্ঞ চালাচ্ছে।
ইহুদিবাদী ইসরাইল গতকাল (মঙ্গলবার) গাজার মুস্তফা হাফেজ স্কুলে বিমান হামলা চালিয়ে সেখানে আশ্রয় নেয়া ১২ জন অসহায় ফিলিস্তিনিকে হত্যা করে।
এ সম্পর্কে হামাস এক বিবৃতিতে জানিয়েছে, ফ্যাসিবাদী দখলদার সেনারা আমেরিকার পৃষ্ঠপোষকতায় গাজাবাসী ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই অপরাধযজ্ঞের পূর্ণ দায়দায়িত্ব মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের ওপর বর্তায়।
হামাসের বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলের সবচেয়ে রক্তাক্ত এই সামরিক অভিযান আমেরিকার পূর্ণ সামরিক ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়া সম্ভব ছিল না।
গাজার মিডিয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার মুস্তফা হাফেজ স্কুলে হামলা চালানোর পাশাপাশি গাজার দেইরাল বালাহ এলাকার একটি বাজার এবং খান ইউনিসের একটি মোবাইল ফোন চার্জিং পয়েন্টে আলাদা আলাদা বিমান হামলা চালায় দখলদার সেনারা। ওই দুই হামলায় যথাক্রমে নয়জন ও চারজন ফিলিস্তিনি নিহত হন। এসব হামলায় আহত হন আরো বহু গাজাবাসী যাদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছেন।#
পার্সটুডে/এমএমআই/জিএআর/ ২১