বাইডেনের বক্তব্যকে ‘জোচ্চুরি’ বলে প্রত্যাখ্যান করল হামাস
(last modified Wed, 21 Aug 2024 04:03:12 GMT )
আগস্ট ২১, ২০২৪ ১০:০৩ Asia/Dhaka
  • বাইডেনের বক্তব্যকে ‘জোচ্চুরি’ বলে প্রত্যাখ্যান করল হামাস

গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আলোচনা থেকে হামাস দূরে সরে যাচ্ছে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে দাবি করেছেন তাকে ‘জোচ্চুরি’ বলে প্রত্যাখ্যান করেছে হামাস। সংগঠনটি বলছে, এই বক্তব্যের মাধ্যমে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলকে গণহত্যা চালিয়ে যাওয়ার ‘সবুজ সংকেত’ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

জো বাইডেন মঙ্গলবার দিনের শুরুতে দাবি করেন, ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার সর্বশেষ প্রস্তাব মেনে নিলেও হামাস যুদ্ধবিরতি মেনে নেয়ার কোনো ইচ্ছা দেখাচ্ছে না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সোমবার তেল আবিবে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করার পর বাইডেন ওই ঘোষণা দেন। ব্লিঙ্কেন গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এই নিয়ে নবমবারের মতো ইসরাইল সফর করছেন।

বাইডেনের বক্তব্য সম্পর্কে হামাস এক বিবৃতিতে আরো বলেছে, মার্কিন প্রেসিডেন্টের ওই প্রতারণাপূর্ণ দাবি সংগঠনটির প্রকৃত অবস্থান তুলে ধরছে না। হামাস বরং বহু আগে থেকে গাজায় একটি যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে। কাজেই বাইডেন যে দাবি করেছেন তার মাধ্যমে এই উপত্যকায় আরো ভয়াবহ অপরাধযজ্ঞ চালিয়ে যেতে তেল আবিবকে সবুজ সংকেত দেয়া হয়েছে।

হামাস সুস্পষ্টভাবে বলেছে, বাইডেন গত জুন মাসে এক সংবাদ সম্মেলনে যুদ্ধবিরতির যে প্রস্তাব তুলে ধরেছিলেন হামাস তাতে পুরোপুরি সায় দিয়েছিল। কিন্তু সর্বশেষ যে প্রস্তাব তুলে ধরা হয়েছে তাতে আগের সেই প্রস্তাবে বহু পরিবর্তন আনা হয়েছে যা হামাসের পক্ষে মেনে নেয়া সম্ভব নয়।

বিবৃতিতে আরো বলা হয়, প্রস্তাবে আনা পরিবর্তন প্রমাণ করে আমেরিকা সুস্পষ্টভাবে ইসরাইলের পক্ষ নিয়েছে এবং মধ্যস্থতা করার কোনো অধিকার ওয়াশিংটনের নেই।

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ২১

ট্যাগ