কাতারের রাজধানী দোহায় বৈঠক করলেন হামাস ও ইসলামি জিহাদ নেতারা
(last modified Thu, 22 Aug 2024 03:37:39 GMT )
আগস্ট ২২, ২০২৪ ০৯:৩৭ Asia/Dhaka
  • হামাস নেতা মোহাম্মদ দারবিশ গতাকাল  21শে আগস্ট  কাতারের রাজধানী দোহাতে ইসলামিক জিহাদের মহাসচিব জিয়াদ আল-নাখালার সঙ্গে দেখা করেছেন।
    হামাস নেতা মোহাম্মদ দারবিশ গতাকাল 21শে আগস্ট কাতারের রাজধানী দোহাতে ইসলামিক জিহাদের মহাসচিব জিয়াদ আল-নাখালার সঙ্গে দেখা করেছেন।

অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের চলমান গণহত্যার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে কাতারের রাজধানী দোহায় বৈঠক করেছেন হামাস ও ইসলামি জিহাদ আন্দোলনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

বুধবার দোহায় হামাসের সদরদপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয় এবং এতে হামাসের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনটির শুরা কাউন্সিলের সভাপতি মোহাম্মাদ দারবিশ এবং ইসলামি জিহাদের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মহাসচিব জিয়াদ আন-নাখালা।

বৈঠক শেষে এক বিবৃতিতে আলোচনার বিষয়বস্তু জানিয়েছে হামাস। এতে বলা হয়েছে, প্রতিরোধ নেতৃবৃন্দ ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসন বন্ধ ও মানবতাবিরোধ অপরাধ করার কারণে ইহুদিবাদী নেতাদের বিচার করার আহ্বান জানিয়েছেন। এছাড়া বৈঠকে জানানো হয়, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা অটল ও অবিচল থেকে ইসরাইলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন।

দোহা বৈঠকে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার সবগুলো প্রচেষ্টা বানচাল করে দেয়ার জন্য ইহুদিবাদী ইসরাইলকে দায়ী করা হয়। বিশেষ করে হামাস গত মাসে মধ্যস্থতাকারীদের পক্ষ থেকে উত্থাপিত যুদ্ধবিরতির যে প্রস্তাবে সম্মতি দিয়েছিল তা প্রত্যাখ্যান করার জন্য ইহুদিবাদী যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অভিযুক্ত করা হয়।

গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকে উত্থাপিত একটি প্রস্তাবে গত ২ জুলাই সম্মতি দিয়েছিল হামাস। ওই প্রস্তাবে আগ্রাসন বন্ধ করে গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার এবং এই উপত্যকার পুনর্নিমাণের কথা বলা হয়েছিল। কিন্তু তেল আবিব ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরও গাজা-মিশর সীমান্তে সেনা মোতায়েন করে রাখার দাবি তুলেছে। এর ফলে গাজায় যুদ্ধ বন্ধ করার সব প্রচেষ্টা বানচাল হয়ে যাচ্ছে।#

পার্সটুডে/এমএমআই/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ