ইরানের ৪ প্রদেশ থেকে ১৪ দায়েশ সন্ত্রাসী গ্রেপ্তার
https://parstoday.ir/bn/news/event-i140906-ইরানের_৪_প্রদেশ_থেকে_১৪_দায়েশ_সন্ত্রাসী_গ্রেপ্তার
ইসলামি প্রজাতন্ত্র ইরানের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে দেশটির গোয়েন্দা সম্প্রদায়ের সহযোগিতায় ৪টি প্রদেশে মোট ১৪ আইএসআইএস সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২৩, ২০২৪ ১৮:০৯ Asia/Dhaka
  • ইরানের ৪ প্রদেশ থেকে ১৪ দায়েশ সন্ত্রাসী গ্রেপ্তার
    ইরানের ৪ প্রদেশ থেকে ১৪ দায়েশ সন্ত্রাসী গ্রেপ্তার

ইসলামি প্রজাতন্ত্র ইরানের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে দেশটির গোয়েন্দা সম্প্রদায়ের সহযোগিতায় ৪টি প্রদেশে মোট ১৪ আইএসআইএস সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

তথ্য মন্ত্রণালয় আজ (জুমাবার) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। বার্তা সংস্থা ইরনা আরও জানায়, দেশটির গোয়েন্দা সংস্থার সহযোগিতায় তেহরান, আলবোর্জ, ফারস এবং খুজেস্তান প্রদশে অভিযান চালানো হয়। গোয়েন্দা বিভাগের ওই অভিযানে সন্ত্রাসী গোষ্ঠি দায়েশের ওই ১৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এই গোষ্ঠিটি আমেরিকা-ইসরাইলি মদদে গঠিত হয়েছে। 'খোরাসান দায়েশ' নামে পরিচিত ওই সন্ত্রাসীদেরকে সম্মানিত বিচারিক কর্তৃপক্ষের আদেশে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে।

সন্ত্রাসী অভিযান চালানোর টার্গেটে ওই দায়েশ সন্ত্রাসী গোষ্ঠিটি কয়েকদিন আগে অবৈধভাবে ইরানে প্রবেশ করেছিল। তাদের ৭জনকে ফার্স প্রদেশ থেকে এবং অপর ৭ জনকে তেহরান, আলবোর্জ ও খুজেস্তান প্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে।

ইরানের তথ্য মন্ত্রণালয়ও কিছুক্ষণ আগেও জানিয়েছিল তারা আইএসআইএস-তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর ২ নেতাকেও গ্রেপ্তার করেছে।

ইরানে ইসলামী বিপ্লব বিজয়ের পর, মার্কিন যুক্তরাষ্ট্র, ইহুদিবাদী ইসরাইল এবং তাদের আঞ্চলিক মিত্রদের মাধ্যমে ইসলামী প্রজাতন্ত্র ইরানকে উৎখাত ও মোকাবেলা করার জন্য বিভিন্ন তৎপরতা চালানো হয়েছে, যার কোনোটিই সফল হয় নি।

সাম্প্রতিক বছরগুলোতেও আমেরিকার নিষেধাজ্ঞা ও সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হবার কারণে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ নিরাপত্তার চাপ তৈরির চেষ্টা চালানো হয়েছে। এসব কর্মকাণ্ডে ইসরাইল, আমেরিকা ও ব্রিটেনের ব্যাপক মদদ রয়েছে।#

পার্সটুডে/এনএম/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।