ইসরাইলি লক্ষ্যবস্তুতে ঝাঁকে ঝাঁকে রকেট ও ড্রোন দিয়ে হিজবুল্লাহর হামলা
(last modified Sun, 25 Aug 2024 08:24:50 GMT )
আগস্ট ২৫, ২০২৪ ১৪:২৪ Asia/Dhaka
  • ইসরাইলি লক্ষ্যবস্তুতে ঝাঁকে ঝাঁকে রকেট ও ড্রোন দিয়ে হিজবুল্লাহর হামলা

ইহুদিবাদী ইসরাইলের উত্তরাঞ্চলে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে ঝাঁকে ঝাঁকে রকেট এবং ড্রোন দিয়ে হামলা চালিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। 

আজ (রোববার) প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, সংগঠনের সিনিয়র সামরিক কমান্ডার ফুয়াদ শুকুরকে শহীদ করার "প্রাথমিক প্রতিক্রিয়ার অংশ হিসেবে" আজ ভোরে এই অভিযান চালানো হয়। হিজবুল্লাহ বলেছে, "আজকের জন্য আমাদের সামরিক অভিযান সম্পূর্ণ এবং সম্পন্ন হয়েছে।" 

গত ৩০ জুলাই দক্ষিণ লেবাননে কমান্ডার ফুয়াদ শুকুর ইসরাইলি হামলায় শহীদ হন।

হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, তারা রামোত নাফতালি ব্যারাক, নেভেহ জিভ এবং জৌরা আর্টিলারি অবস্থানের পাশাপাশি মেরন, জাতুন, সাহেল এবং এইন জেইতিম ঘাঁটিতে ড্রোন এবং ৩২০টি কাতিউশা রকেট দিয়ে হামলা চালানো হয়।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/২৫