কোটা আন্দোলন: ইয়ামিন হত্যায় হাসিনাসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা
https://parstoday.ir/bn/news/event-i140952-কোটা_আন্দোলন_ইয়ামিন_হত্যায়_হাসিনাসহ_৪৯_জনের_বিরুদ্ধে_মামলা
বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের সময় গত ১৮ জুলাই সাভার বাজার বাসস্ট্যান্ডে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিনকে গুলি করে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২৫, ২০২৪ ১৬:৪৬ Asia/Dhaka
  • কোটা আন্দোলন: ইয়ামিন হত্যায় হাসিনাসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের সময় গত ১৮ জুলাই সাভার বাজার বাসস্ট্যান্ডে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিনকে গুলি করে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।

ইয়ামিন মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ছাত্র ছিলেন।

ভিকটিমের মামা আবদুল্লাহ আল কবির বাদী হয়ে শেখ হাসিনাসহ ৪৯ জনের বিরুদ্ধে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের আদালতে মামলাটি করেন।

শুনানি শেষে ম্যাজিস্ট্রেট সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলা নথিভুক্ত করতে বলেন।

বিডিআর বিদ্রোহ: শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলা

বাংলাদেশ রাইফেলসের সাবেক উপ সহকারী পরিচালক আবদুর রহিমের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আজিজ আহমেদসহ ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।

বাংলাদেশের বিডিআর হত্যা মামলার আসামি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম ২০১০ সালের ২৯ জুলাই জেল হেফাজতে মারা যান।

ঢাকা মহানগর হাকিম মো. আখতারুজ্জামানের আদালতে মামলাটি করেন আব্দুর রহিমের ছেলে আইনজীবী আব্দুল আজিজ।

শুনানি শেষে ম্যাজিস্ট্রেট অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করেন এবং চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মৃত্যুর পর আর কোনো অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে কিনা তা আদালতকে জানাতে বলেন।

বিডিআর বিদ্রোহ মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন তৎকালীন পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল, আওয়ামী লীগের তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস, ঢাকা কেন্দ্রীয় কারাগারের তৎকালীন কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলাম, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, শেখ হেলাল ও মির্জা আজম।

মামলায় বাদী অভিযোগ করেন, তার বাবা রাজসাক্ষী হতে রাজী না হওয়ায় তাকে ইনজেকশন দিয়ে হত্যা করা হয়েছে।#

পার্সটুডে/জিএআর/২৫