জম্মু ও কাশ্মীরে ৪৪ আসনের তালিকা প্রত্যাহার, ১৫ আসনে প্রার্থী ঘোষণা বিজেপির
(last modified Mon, 26 Aug 2024 08:56:52 GMT )
আগস্ট ২৬, ২০২৪ ১৪:৫৬ Asia/Dhaka
  • জম্মু ও কাশ্মীরে ৪৪ আসনের তালিকা প্রত্যাহার, ১৫ আসনে প্রার্থী ঘোষণা বিজেপির

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনে ৪৪ আসনে প্রার্থী ঘোষণা করার কয়েক ঘন্টার মধ্যে তা প্রত্যাহার করল বিজেপি। সংশোধিত তালিকায় ১৫ আসনের প্রার্থীতা প্রকাশ করল বেজিপির কেন্দ্রীয় নেতৃত্ব।

আজ সোমবার পরিবর্তিত প্রার্থী তালিকা প্রকাশের পর বিজেপি বলেছে ৪৪ জনের তালিকায় বেশ কিছু ভুল থাকায় তা প্রত্যাহার করে নতুন ১৫ আসনের তালিকা প্রকাশ করা হয়েছে।

২০১৯ সালে বিশেষ মর্যাদা হারানো ও জম্মু ও কাশ্মীর দু’ভাগে বিভক্ত হওয়ার পর এই প্রথম বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে। তিন দফায় জম্মু ও কাশ্মীরে ৯০ টি আসনে নির্বাচন হবে। প্রথম দফার ১৫ আসন, দ্বিতীয় দফার ১০ আসন এবং তৃতীয় দফার ১৯টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। যেখানে দেখা যায় ৪৪ প্রার্থীর মধ্যে ১৪ জন মুসলিমকে টিকিট দেওয়া হয়। যার মধ্যে ৮ জনকে প্রার্থী করা হয় জম্মুর মুসলিম সংখ্যাগরিষ্ঠ কেন্দ্রগুলিতে।

এছাড়াও কাশ্মীরের দুটি কেন্দ্রে দুই কাশ্মীরী পণ্ডিতকে টিকিট দেয় গেরুয়া শিবির। যারা হলেন, হাব্বাকাদল কেন্দ্রে অশোক ভাট ও পূর্ব অনন্তনাগে বীর সারাফ। একজন মহিলা ও দলিতকে টিকিট দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে।

আপাতদৃষ্টিতে সব কিছু ঠিকঠাক থাকলেও তালিকা প্রকাশের মাত্র কয়েক ঘণ্টার মধ্যে সেই তালিকা প্রত্যাহার করে নেয় বিজেপি। এরপর শুধুমাত্র প্রথম দফার নির্বাচনের জন্য যে ১৫ আসনের তালিকা ঘোষণা করা হয়েছিল সেটাই পুনরায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।#

পার্সটুডে/জিএআর/জিএআর/ ২৬

ট্যাগ