হত্যা মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু গ্রেফতার
https://parstoday.ir/bn/news/event-i140992-হত্যা_মামলায়_জাসদ_সভাপতি_হাসানুল_হক_ইনু_গ্রেফতার
বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরা থেকে সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)- এর সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেফতার করা হয়েছে। আজ (সোমবার) বিকেলে উত্তরার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশ।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
আগস্ট ২৬, ২০২৪ ১৬:৩৪ Asia/Dhaka
  • হাসানুল হক ইনু
    হাসানুল হক ইনু

বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরা থেকে সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)- এর সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেফতার করা হয়েছে। আজ (সোমবার) বিকেলে উত্তরার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশ।

গ্রেপ্তারের পর একটি মাইক্রোবাসে করে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ইনুর বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এসব অভিযোগে তার সংশ্লিষ্টতার বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার ফারুক হোসেন বলেন, নিউমার্কেট থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।

হাসানুল হক ইনু আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। এর আগে ১৪ দলের আরেক গুরুত্বপূর্ণ নেতা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকেও গ্রেফতার হয়।

২০১৪ থেকে ২০১৯ মেয়াদে আওয়ামী লীগ সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের পক্ষ থেকে কুষ্টিয়া-২ আসনে নৌকা নিয়ে নির্বাচন করেও হেরে যান তিনি।# 

পার্সটুডে/এমএআর/২৬