আল-আকসা চত্বরে সিনাগগ নির্মাণের ব্যাপারে হামাসের হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/event-i141014
উগ্র ইহুদিবাদী মন্ত্রী ইতামার বেন গাভির আল-আকসা মসজিদ চত্বরে একটি ইহুদি সিনাগগ নির্মাণ করার যে ইচ্ছা প্রকাশ করেছেন তাকে ‘ভয়ঙ্কর ঘোষণা’ বলে হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
আগস্ট ২৭, ২০২৪ ১০:১৩ Asia/Dhaka
  • আল-আকসা চত্বরে সিনাগগ নির্মাণের ব্যাপারে হামাসের হুঁশিয়ারি

উগ্র ইহুদিবাদী মন্ত্রী ইতামার বেন গাভির আল-আকসা মসজিদ চত্বরে একটি ইহুদি সিনাগগ নির্মাণ করার যে ইচ্ছা প্রকাশ করেছেন তাকে ‘ভয়ঙ্কর ঘোষণা’ বলে হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

উগ্র ডান-পন্থি ইসরাইলি মন্ত্রী বেন গাভির গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত বহুবার মুসলমানদের প্রথম কিবলা আল-আকসায় অনুপ্রবেশ করে এই মসজিদের অবমাননা করেছেন। তিনি সোমবার আবার ওই মসজিদে অনুপ্রবেশ করে বলেন, তার ক্ষমতা থাকলে তিনি ওই মসজিদ চত্বরে একটি সিনাগগ নির্মাণ করতেন।

এর প্রতিক্রিয়ায় হামাস এক বিবৃতিতে বলেছে, সন্ত্রাসী মন্ত্রী বেন গাভির যে বেফাঁস কথাটি মুখে উচ্চারণ করে ফেলেছে তা একটি ভয়ঙ্কর ঘোষণাকে প্রতিনিধিত্ব করে। আল-আকসা মসজিদের ভবিষ্যত নিয়ে ইহুদিবাদী সরকার গোপনে গোপনে কী পরিকল্পনা করছে তা এ বক্তব্যে ফাঁস হয়ে গেছে।

হামাসের বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইল আল-আকসা চত্বরের আরব ও মুসলিম পরিচয় মুছে ফেলার পাশাপাশি এই মসজিদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়।

হামাস ইহুদিবাদীদের এ ষড়যন্ত্র রুখে দিতে আল-আকসা মসজিদ চত্বরে সার্বক্ষণিক উপস্থিতি ধরে রাখতে পশ্চিম তীরের ফিলিস্তিনি তরুণদের প্রতি আহ্বান জানিয়েছে। একই সঙ্গে বিবৃতিতে ইসরাইলি সেনা ও তাদের দোসর উগ্র ইহুদি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলার জন্যও পশ্চিম তীরের প্রতিরোধ যোদ্ধাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন