‘গাজায় চিকিৎসাযোগ্য রোগীরাও মৃত্যুর মুখোমুখি’
(last modified Wed, 28 Aug 2024 13:34:45 GMT )
আগস্ট ২৮, ২০২৪ ১৯:৩৪ Asia/Dhaka
  • ‘গাজায় চিকিৎসাযোগ্য রোগীরাও মৃত্যুর মুখোমুখি’

জাতিসংঘের ফিলিস্তিনি উদ্বাস্তু বিষয়ক সংস্থা আনরোয়া বলেছে, ইহুদিবাদী ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধের মধ্যে গাজায় প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের অভাবে চিকিৎসাযোগ্য বহু ফিলিস্তিনিকে নিরাময় করা যাবে না।

আনরোয়ার মুখপাত্র লুইস ওয়াটারিজ গতকাল (মঙ্গলবার) বলেন, “গাজায় এমন অনেক লোক মারা যাচ্ছে যাদেরকে চিকিৎসা করা যেতে পারে, এসব মানুষকে বাঁচানো যেতে পারে, কিন্তু তাদের সুস্থ করে তোলার মতো উপায় উপকরণ আমাদের হাতে নেই। আমাদের সর্বোত্তম ক্ষমতা অনুযায়ী কাজ করার সুযোগ নেই।

ওয়াটারিজ বলেন, গাজায় ইসরাইলের সর্বশেষ উচ্ছেদের আদেশ ৪৮ ঘণ্টার মধ্যে জাতিসংঘের কর্মীদের সরে যেতে বাধ্য করেছে। তবে ইসরাইলি বাহিনীর ব্যাপক চ্যালেঞ্জের মধ্যেও জাতিসংঘের কার্যক্রম বন্ধ হয়নি বলে উল্লেখ করেন তিনি।

ওয়াটারিজ বলেন, মানুষের যা প্রয়োজন তা এখানে সরবরাহ করা লড়াইয়ের চেয়ে কম কিছু নয় কারণ আমাদের কাছে পর্যাপ্ত সহায়তা নেই। আমাদের কাছে পর্যাপ্ত সরবরাহ নেই; মানুষের কাছে ত্রাণ সামগ্রী এবং ওষুধপত্র বিতরণের যথেষ্ট সুযোগও নেই।"

ইহুদিবাদী ইসরাইল গত সপ্তাহে ছয় দিনের মধ্যে গাজার প্রতিবেশীদের জন্য পাঁচ বার নতুন উচ্ছেদের আদেশ জারি করেছে।# 

পার্সটুডে/এসআইবি/জিএআর/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ