আকাশভর্তি বোমার মধ্যে পোলিও টিকা কার্যক্রম চালানো সম্ভব নয়: জাতিসংঘ
(last modified Thu, 29 Aug 2024 03:47:05 GMT )
আগস্ট ২৯, ২০২৪ ০৯:৪৭ Asia/Dhaka
  • আকাশভর্তি বোমার মধ্যে পোলিও টিকা কার্যক্রম চালানো সম্ভব নয়: জাতিসংঘ

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ‘আনরোয়া’ গাজা উপত্যকায় গণ পোলিও টিকা কার্যক্রম পরিচালনার জন্য মানবিক যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে। বুধবার সংস্থাটি একটি এক্স পোস্টে বলেছে, আকাশভর্তি বোমা ও ধারাবাহিক বিমান হামলার মধ্যে পোলিও টিকা কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ সম্প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ভয়াবহ ইসরাইলি হামলার শিকার গাজা উপত্যকার পয়োঃনিষ্কাশন ব্যবস্থার চরম অবনতি ঘটেছে এবং এ কারণে উপত্যকা জুড়ে পোলিও ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।  হু সতর্ক করে দিয়ে বলেছে, গাজায় যদি পোলিও দেখা দেয় তাহলে তা বিশ্বব্যাপী অতি উচ্চ মাত্রায় ছড়িয়ে পড়বে।

সম্প্রতি গাজায় প্রায় ১২ লাখ ডোজ পোলিও টিকা নিয়ে যাওয়া হয়েছে।  জাতিসংঘ বলছে, উপত্যকার সব শিশুকে এই টিকা খাওয়ানোর জন্য অন্তত এক সপ্তাহের যুদ্ধবিরতি প্রয়োজন। 

গাজা উপত্যকায় ১০ বছরের কম বয়সি ৬ লাখ ৪০ হাজার শিশু রয়েছে। পোলিও ভাইরাস প্রতিহত করার জন্য এসব শিশুর প্রত্যেককে টিকা খাওয়াতে হবে। আনরোয়া বলেছে, যুদ্ধবিরতি ছাড়া টিকা কার্যক্রম পরিচালনা করা একেবারে অসম্ভব।

এর আগে মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ কর্মকর্তা জোসেপ বোরেল গাজায় পোলিও টিকা কার্যক্রম পরিচালনার জন্য গাজায় অবিলম্বে ‘তিন দিনের’ যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছিলেন। গাজা উপত্যকায় ইসরাইলের নির্বিচার গণহত্যা ঠেকাতে ব্যর্থ হলেও পোলিও টিকা ইউরোপে ছড়িয়ে পড়ার আশঙ্কায় সরব হয়েছেন জোসেপ বোরেল। #

পার্সটুডে/এমএমআই/এমএআর/২৯

 

ট্যাগ