জেলেনস্কির বক্তব্য প্রত্যাখ্যান
সব লক্ষ্য অর্জন করা পর্যন্ত ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ চলবে: মস্কো
সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ চলবে বলে জানিয়েছে রাশিয়া। যুদ্ধ বন্ধ করার একটি পরিকল্পনা নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাখ্যান করে এ ঘোষণা দিল রাশিয়া।
জেলেনস্কি গত মঙ্গলবার বলেছিলেন, তার দেশে যুদ্ধ বন্ধ করার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার কুরস্ক অঞ্চল দখল করে নিয়েছে।
তিনি এক সংবাদ সম্মেলনে আরো বলেছিলেন, অঞ্চলটি ইউক্রেনের অন্তর্ভুক্ত করার কোনো ইচ্ছে তার সরকারের নেই। এ ব্যাপারে তিনি অচিরেই তার পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং দুই প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের সামনে উপস্থাপন করবেন। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, তার পরিকল্পনার মূল প্রতিপাদ্য থাকবে যুদ্ধ বন্ধ করা।
তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার জেলেনস্কির ওই বক্তব্য প্রত্যাখ্যান করে বলেছেন, কিয়েভ সরকারের কোনো প্রতিনিধির মুখ থেকে এ ধরনের বক্তব্য এই প্রথম দেয়া হয়নি। এসব বক্তব্যের কোনো মূল্য মস্কোর কাছে নেই। রাশিয়া তার সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত বিশেষ সামরিক অভিযান চালিয়ে যাবে বলেও পেসকভ প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে বলেছে, রুশ বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেস্ক অঞ্চলের আরেকটি বসতির নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। এছাড়া, ফ্রন্টলাইনে রাশিয়ার সেনাবাহিনী নিজের অবস্থান সুসংহত করেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।#
পার্সটুডে/এমএমআই/এমএআর/২৯