পশ্চিম তীরে ইসরাইলের আগ্রাসনে 'গভীরভাবে উদ্বিগ্ন' গুতেরেস
(last modified Thu, 29 Aug 2024 09:43:17 GMT )
আগস্ট ২৯, ২০২৪ ১৫:৪৩ Asia/Dhaka
  • পশ্চিম তীরে ইসরাইলের আগ্রাসনে 'গভীরভাবে উদ্বিগ্ন' গুতেরেস

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইলের সর্বাত্মক সামরিক হামলার জন্য তিনি "গভীরভাবে উদ্বিগ্ন"। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের এই আগ্রাসন দ্রুত বন্ধ করার আহ্বান জানান তিনি।

গতকাল (বুধবার) এক বিবৃতিতে গুতেরেস পশ্চিম তীরের জেনিন, তুলকারেম এবং তুবাস এলাকার ওপর আক্রমণ সহ অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের আগ্রাসন অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান।

গতকাল (বুধবার) ভোরে ইসরাইলের বর্বর বাহিনী ২০ বছরেরও বেশি সময়ের মধ্যে পশ্চিম তীরে সবচেয়ে বড় আগ্রাসন চালায়। এজন্য জেনিন, তুলকারেম এবং তুবাসে শত শত সেনা মোতায়েন করে। ইসরাইলি আগ্রাসনে অন্তত ১৭ ফিলিস্তিনি শহীদ হন যার মধ্যে শিশু রয়েছে। গুতেরেস এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেছেন এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তেল আবিবের প্রতি আহ্বান জানিয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ২৯

ট্যাগ