নীরবতা ভেঙে ফিলিস্তিনিদের জীবন ও সম্পদ রক্ষায় ব্যবস্থা নিন
(last modified Fri, 30 Aug 2024 08:28:26 GMT )
আগস্ট ৩০, ২০২৪ ১৪:২৮ Asia/Dhaka
  • নীরবতা ভেঙে ফিলিস্তিনিদের জীবন ও সম্পদ রক্ষায় ব্যবস্থা নিন

ইহুদিবাদী ইসরাইল শুধু গাজা নয় বরং সমগ্র ফিলিস্তিন জুড়ে গণহত্যা ও অপরাধযজ্ঞের বিস্তার ঘটাতে চায় বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি। তিনি বলেছেন, ফিলিস্তিনি জনগণকে পুরোপুরি ধ্বংস করতে ইসরাইল ‘বিদ্বেষী ও বর্ণবাদী’ পরিকল্পনা হাতে নিয়েছে।

ইহুদিবাদী সেনারা গত দু’দিন ধরে গাজা উপত্যকার পাশাপাশি জর্দান নদীর পশ্চিম তীরেও যে ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে তার তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে এসব কথা বলেন কানয়ানি। তিনি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলের জাতিগত শুদ্ধি অভিযান অবিলম্বে বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য আন্তর্জাতিক সমাাজের প্রতি আহ্বান জানান।

কানয়ানি বলেন, ইসরাইলি সেনারা পশ্চিম তীরে ভয়ঙ্কর পদ্ধতিতে ফিলিস্তিনিদের ঘরবাড়ি, রাস্তাঘাট ও স্থাপনা ধ্বংস করছে এবং তারা যেভাবে হাসপাতাল ও ক্লিনিকগুলোতে তাণ্ডব চালাচ্ছে তা সভ্য সমাজ মেনে নিতে পারে না। ইরানের এই মুখপাত্র বলেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে, গাজা উপত্যকার চলমান গণহত্যা ও ধ্বংসযজ্ঞ পশ্চিম তীরেও বাস্তবায়ন করতে চায় দখলদার ইসরাইল।

তিনি ফিলিস্তিনি জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ অপরাধযজ্ঞের ব্যাপারে নীরবতা ভেঙে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন।

জর্দান নদীর পশ্চিম তীরের জেনিন, তুলকারেম ও তুবাস’সহ বিভিন্ন শহরে গত বুধবার থেকে ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরাইলি সেনারা। গত ২০ বছরের মধ্যে চালানো সবচেয়ে নির্মম এই হামলায় অন্তত ১৭ ফিলিস্তিনি শহীদ হয়েছেন।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/৩০