রাশিয়ার জব্দ করা অর্থ প্রথমবারের মতো ইউক্রেনকে দিয়েছে ইইউ
https://parstoday.ir/bn/news/event-i141146-রাশিয়ার_জব্দ_করা_অর্থ_প্রথমবারের_মতো_ইউক্রেনকে_দিয়েছে_ইইউ
ইউক্রেনকে অস্ত্র কিনতে সাহায্য করার জন্য প্রথমবারের মতো রাশিয়ার জব্দ করা অর্থ কিয়েভকে প্রদান করেছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ৩০, ২০২৪ ১৬:১৫ Asia/Dhaka
  • রাশিয়ার জব্দ করা অর্থ প্রথমবারের মতো ইউক্রেনকে দিয়েছে ইইউ

ইউক্রেনকে অস্ত্র কিনতে সাহায্য করার জন্য প্রথমবারের মতো রাশিয়ার জব্দ করা অর্থ কিয়েভকে প্রদান করেছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। 

ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল বৃহস্পতিবার এ তথ্য জানিয়ে বলেছেন, রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের আটকে দেয়া অর্থের সুদ থেকে ইউক্রেন ও তার সহযোগী দেশগুলোকে ১৫০ কোটি ডলার প্রদান করা হয়েছে।

ব্রাসেলসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বোরেল এ ঘটনাকে ‘ভালো খবর’ আখ্যায়িত করে বলেন, এই অর্থ ইউক্রেনের সামরিক ব্যয় মেটানোর পাশাপাশি দেশটির শিল্পখাতে কাজে লাগানো হবে।

ইইউ’র শীর্ষ কর্মকর্তা বলেন, “আমরা রাশিয়ার আটককৃত সম্পদের লাভ কাজে লাগানো শুরু করেছি। এই অর্থের একাংশ সরাসরি ইউক্রেনে পাঠানো হয়েছে এবং বাকিটা দেয়া হয়েছে কিয়েভকে অস্ত্র সরবরাহকারী দেশগুলোকে।” তিনি বলেন, “আমরা এই প্রথমবারের মতো ইউক্রেনের শিল্পখাতকে সহযোগিতা করছি।”

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পরপরই পশ্চিমা দেশগুলো মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। এসব দেশে গচ্ছিত রাশিয়ার ৩০০ বিলিয়ন বা ৩০ হাজার কোটি ডলারের সমপরিমাণ অর্থ জব্দ  করা হয়।  এতদিন এই অর্থ বা এ থেকে লব্ধ সুদের টাকা খরচ করা না হলেও গত মে মাসে ইইউ রাশিয়ার জব্দকৃত অর্থের সুদ বাবদ বার্ষিক প্রায় ৩০০ কোটি ইউরো ইউক্রেনকে প্রদান করার সিদ্ধান্ত নেয়।

গত মে মাসেই রাশিয়া ইউরোপীয় ইউনিয়নের এই সিদ্ধান্ত বাস্তবায়নের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছিল। কিন্তু বোরেলের নতুন ঘোষণার ব্যাপারে রাশিয়ার প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। #

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ২৩০