পোলিও টিকার কার্যক্রম: ৩ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হামাস ও ইসরাইল
(last modified Fri, 30 Aug 2024 10:35:16 GMT )
আগস্ট ৩০, ২০২৪ ১৬:৩৫ Asia/Dhaka
  • পোলিও টিকার কার্যক্রম: ৩ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হামাস ও ইসরাইল

ইসরাইলি গণহত্যার শিকার গাজা উপত্যকার প্রায় ছয় লাখ ৪০ হাজার শিশুকে পোলিও টিকা খাওয়ানোর জন্য ইহুদিবাদী সেনাবাহিনী ও হামাস তিন দিনের সাময়িক যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে সম্মত হয়েছে।

ফিলিস্তিনে নিযুক্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা- হু’র প্রতিনিধি রিক পিপারকর্ন এ খবর জানিয়ে বলেছেন, কথিত এই ‘মানবিক যুদ্ধবিরতি’ রোববার সকালে শুরু হবে এবং তা দৈনিক আট থেকে নয় ঘণ্টা করে টানা তিনদিন ধরে চলবে।

তিনি জানান, মধ্য গাজায় তিন দিনের যুদ্ধবিরতির পর একবার দক্ষিণ গাজায় এবং আরেকবার উত্তর গাজায় এমন যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা হবে।

গাজায় পোলিও টিকা গ্রহণের উপযোগী অনূর্ধ্ব ১০ বছর বয়সি ছয় লাখ ৪০ হাজার শিশু রয়েছে জানিয়ে পিপারকর্ন বলেন, জাতিসংঘের বিভিন্ন সংস্থার পাশাপাশি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মোট দুই হাজার কর্মী পোলিও টিকা খাওয়ানোর কাজে নিয়োজিত থাকবেন। সব শিশুকে টিকা খাওয়ানোর বিষয়টি নিশ্চিত করার স্বার্থে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোও হতে পারে।

যুদ্ধের কারণে গাজার চরম অস্বাস্থ্যকর পরিবেশে যাতে পোলিও ভাইরাসের উৎপাদন ও বিস্তার ঘটতে না পারে সেজন্য টিকা গ্রহণের উপযোগী অন্তত ৯০% শিশুকে টিকার আওতায় আনা হবে বলে জাতিসংঘের এই প্রতিনিধি জানান।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ৩০

ট্যাগ