নাইজার থেকে সেনা সদস্যদের প্রত্যাহার কর জার্মানি
(last modified Sat, 31 Aug 2024 15:12:08 GMT )
আগস্ট ৩১, ২০২৪ ২১:১২ Asia/Dhaka
  • নাইজার থেকে সেনা সদস্যদের প্রত্যাহার কর জার্মানি

আফ্রিকার অশান্ত সাহেল অঞ্চলের দেশ নাইজার থেকে জার্মানি তার সামরিক বাহিনী প্রত্যাহার করেছে।

নিয়ামিতে গতকাল (শুক্রবার) এক অনুষ্ঠানে নাইজেরিয়া এবং জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিনিধিরা "নাইজার থেকে জার্মান সৈন্য ও সামরিক সরঞ্জাম প্রত্যাহারের" চূড়ান্ত চুক্তিতে স্বাক্ষর করেছেন। পরে নাইজেরিয়া এবং জার্মান কর্মকর্তারা সেনা প্রত্যাহার সমাপ্তির বিষয়ে একটি যৌথ ঘোষণা পড়ে শোনান। 

"সেনা প্রত্যাহারের এই ঘোষণার পরও নাইজার এবং জার্মানির মধ্যে সামরিক সহযোগিতা অব্যাহত থাকবে। দুপক্ষই সামরিক সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

জার্মানির সেনাবাহিনী বলেছে, তারা নাইজার থেকে শেষ ৬০ জন সেনা ও সামরিক সরঞ্জাম সরিয়ে নিয়েছে। আট বছর ধরে জার্মান সৈন্যরা জাতিসংঘের অধীনে নাইজারে কাজ করেছে।#

পার্সটুডে/এসআইবি/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ