আবার এডেন উপসাগরে ইসরাইলগামী জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনি বাহিনী
(last modified Sun, 01 Sep 2024 03:43:06 GMT )
সেপ্টেম্বর ০১, ২০২৪ ০৯:৪৩ Asia/Dhaka
  • আবার এডেন উপসাগরে ইসরাইলগামী জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনি বাহিনী

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, এডেন উপসাগরে ইসরাইলগামী একটি জাহাজে হামলা চালিয়েছে তার দেশের সেনারা। ফিলিস্তিনের গাজা উপত্যকার নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সমর্থনে এ হামলা চালানো হয়।

এডেন উপসাগরে লাইবেরিয়ার পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজ লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র হামলার একদিন পর জেনারেল সারি গতকাল (শনিবার) এক বিবৃতিতে এই মন্তব্য করেন। 

তিনি বলেন, "আমরা এডেন উপসাগরে 'গ্রোটন' জাহাজটিকে লক্ষ্য করে একটি সামরিক অভিযান পরিচালনা করেছি কারণ এই জলপথ ব্যবহার করে ইসরাইলি বন্দরে প্রবেশ করার বিষয়ে ইয়েমেন যে নিষেধাজ্ঞা জারি করেছে তা লঙ্ঘন করেছে ওই জাহাজের মালিক কোম্পানি।"

জেনারেল সারি বলেন, অভিযানে অনেক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যহার করা হয় যেগুলো জাহাজে নিখুঁতভাবে আঘাত করে। মুখপাত্র জোর দিয়ে বলেন, গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরুদ্ধ উপত্যকা ওপর থেকে অবরোধ পুরোপুরি তুলে না নেয়া পর্যন্ত ইয়েমেনের নৌ অভিযান অব্যাহত থাকবে।#

পার্সটুডে/এসআইবি/

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ