চূড়ান্ত তদন্ত রিপোর্ট প্রকাশ
'ঘন ও ক্রমবর্ধমান কুয়াশার আকস্মিক উত্থানে' বিধ্বস্ত হয়েছিল রায়িসির হেলিকপ্টার
ইরানের শহীদ প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসির হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার বিষয়ে দেশটির সশস্ত্র বাহিনীর তদন্তের চূড়ান্ত রিপোর্টে বলা হয়েছে যে ঘণ কুয়াশাসহ আবহাওয়ার জটিল পরিস্থিতির কারণেই ওই দূর্ঘটনা ঘটেছিল।
গতকাল রোববারে প্রকাশিত ওই রিপোর্টে কোনো ধরনের নাশকতা বা ষড়যন্ত্রের ধারণা ও এমনকি শত্রুদের সাইবার হামলা বা ইলেকট্রনিক ও ম্যাগনেটিক হামলাসহ নানা ধরনের হামলার সম্ভাবনাও নাকচ করা হয়েছে।
ওই রিপোর্টে বলা হয়েছে, 'ঐ অঞ্চলের জটিল আবহাওয়াগত ও বায়ুমণ্ডলীয় অবস্থাই রায়িসিকে বহনকারী হেলিকপ্টার দূর্ঘটনার মূল কারণ।' গত ১৯ মে ওই দূর্ঘটনা ঘটলে ৬৩ বছর বয়স্ক ইরানের প্রেসিডেন্ট রায়িসি ও তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান ও আরও ৬ আরোহী নিহত হন। ঘণ কুয়াশায় আচ্ছন্ন দূর্গম ওই পার্বত্য এলাকা থেকে একদিন পর তাঁদের লাশ উদ্ধার করা হয়।
তদন্ত রিপোর্টে আরও বলা হয়েছে, "ঘন ও ক্রমবর্ধমান কুয়াশার আকস্মিক উত্থানের ফলে হেলিকপ্টারটি পাহাড়ের পাশে বিধ্বস্ত হয়"।
হেলিকপ্টারটি কেনার পর থেকে দূর্ঘটনার শিকার হওয়ার আগ পর্যন্ত এর রক্ষণাবেক্ষণ ও যত্ন বা দেখা-শোনার প্রক্রিয়ায়ও কোনো ত্রুটি পাওয়া যায়নি বলে রিপোর্টে উল্লেখ করা হয়। হেলিকপ্টারটি নির্ধারিত পথ ধরেই অগ্রসর হচ্ছিল এবং পাইলটের আইপ্যাডের তথ্য থেকেও তা প্রমাণ হয়েছে বলে তদন্তে উল্লেখ করা হয়েছে। #
পার্সটুডে/এমএএইচ/০২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।