ইসরাইলি পণ্য বর্জন করতে মুসলিম বিশ্বের প্রতি আলআযহারের আহ্বান
https://parstoday.ir/bn/news/event-i141254-ইসরাইলি_পণ্য_বর্জন_করতে_মুসলিম_বিশ্বের_প্রতি_আলআযহারের_আহ্বান
মিশরের আলআযহার এক বিবৃতিতে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি অপরাধযজ্ঞের নিন্দা জানিয়েছে ও ইসরাইলি পণ্য বর্জন করতে বিশ্বের মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০২, ২০২৪ ১৮:৫৭ Asia/Dhaka
  • ইসরাইলি পণ্য বর্জন করতে মুসলিম বিশ্বের প্রতি আলআযহারের আহ্বান

মিশরের আলআযহার এক বিবৃতিতে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি অপরাধযজ্ঞের নিন্দা জানিয়েছে ও ইসরাইলি পণ্য বর্জন করতে বিশ্বের মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছে।

গাজায় ১১ মাস ধরে ফিলিস্তিনে গণহত্যা চালিয়ে আসছে ইহুদিবাদী ইসরাইল। পরিকল্পিত এই জাতিগত শুদ্ধি অভিযানে শহীদ হয়েছে প্রায় ৪১ হাজার ফিলিস্তিনি যাদের বেশিরভাগই নারী ও শিশু। এ ছাড়াও আহত হয়েছে প্রায় এক লাখ।

বিশ্ব সমাজের নিষ্ক্রিয়তা ও অকার্যকর নিন্দার প্রেক্ষাপটে সম্প্রতি পশ্চিম তীরেও গণহত্যা শুরু করেছে ইহুদিবাদী ইসরাইল। এ অবস্থায় মিশরের আলআযহারের পক্ষ থেকে এইসব হামলার নিন্দা জানিয়ে বলা হয়েছে : আমরা চাই মুসলিম বিশ্ব ইসরাইলি পণ্য-সামগ্রী বর্জনের পন্থা প্রয়োগ করবে ফিলিস্তিনি জাতি, মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদ ও বায়তুল মুকাদ্দাস শহরের সমর্থনে ও ফিলিস্তিনিদের ওপর হামলার জবাব দেবে। 

 মিশরের আলআযহার বিশ্ববিদ্যালয় ও মসজিদ বিশ্বের সবচেয়ে প্রাচীন মুসলিম শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসেবে বিখ্যাত।  #

পার্সটুডে/এমএএইচ/০২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।