নেতানিয়াহুর বিরুদ্ধে সাত লাখ ইসরাইলির বিক্ষোভ
(last modified Mon, 02 Sep 2024 13:04:24 GMT )
সেপ্টেম্বর ০২, ২০২৪ ১৯:০৪ Asia/Dhaka
  • নেতানিয়াহুর বিরুদ্ধে সাত লাখ ইসরাইলির বিক্ষোভ

ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে সাত লাখেরও বেশি ইহুদিবাদী ইসরাইলি গতরাতের (রোববার) বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশগুলোতে যোগ দিয়েছে। প্রতিবাদীদের মধ্যে ইসরাইলি সংসদের কয়েকজন সদস্যকেও দেখা গেছে।

ইসরাইলি সংবাদসূত্রগুলো জানিয়েছে, গোটা ইসরাইলে গত রাতে যেসব গণ-বিক্ষোভ করেছে ইহুদিবাদী ইসরাইলিরা সেসবের মধ্যে সবচেয়ে বড় সমাবেশটি হয়েছিল তেলআবিবে। সেখানে জড় হয়েছিল ৫ লাখ ইসরাইলি। 

'নেতানিয়াহু বন্দিদের হত্যা করছে' বলে তারা শ্লোগান দেন। ইসরাইলি পুলিশ ২৯ বিক্ষোভকারীকে গ্রেফতার করার খবর দিয়েছে। পুলিশের নিক্ষেপ করা শব্দ-বোমায় আহত হয়েছে ইসরাইলি সাংসদ নামে লাজিমি। 

নেতানিয়াহুর টালবাহানার কারণে হামাসের সঙ্গে ইসরাইলের যুদ্ধ-বিরতি চুক্তির আলোচনা সফল হচ্ছে না বলে প্রতিবাদীরা ক্ষোভ প্রকাশ করে আসছেন। প্রতিবাদীরা বন্দিদের পরিবারের প্রতি সমর্থন জানিয়ে গোটা ইসরাইলের সাধারণ ধর্মঘট পালন করবে বলে ঘোষণা করেছে। ইসরাইলি শ্রমিক ইউনিয়নও এ ধর্মঘটে যোগ দিতে পারে বলে খবর এসেছে। 

সম্প্রতি ইসরাইলি বিমান হামলায় গাজায় হামাসের হাতে বন্দি ৬ ইসরাইলি নিহত হওয়ার খবর প্রকাশের পর গোটা ইসরাইলে আবারও নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ ও প্রতিবাদ শুরু হল।  #

পার্সটুডে/এমএএইচ/০২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ