তুরস্কের ইজমির বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ, বহিষ্কারের দাবিতে বিক্ষোভ 
https://parstoday.ir/bn/news/event-i141292-তুরস্কের_ইজমির_বন্দরে_মার্কিন_যুদ্ধজাহাজ_বহিষ্কারের_দাবিতে_বিক্ষোভ
তুরস্কের ইজমির বন্দরে আমেরিকার একটি যুদ্ধজাহাজ নোঙর করেছে। এর প্রতিবাদে দেশটির জনগণ ব্যাপক বিক্ষোভ করেছে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
সেপ্টেম্বর ০৩, ২০২৪ ১৯:০৮ Asia/Dhaka
  • তুরস্কের ইজমির বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ, বহিষ্কারের দাবিতে বিক্ষোভ 

তুরস্কের ইজমির বন্দরে আমেরিকার একটি যুদ্ধজাহাজ নোঙর করেছে। এর প্রতিবাদে দেশটির জনগণ ব্যাপক বিক্ষোভ করেছে।

বিক্ষোভকারীরা ইজমির বন্দর থেকে মার্কিন যুদ্ধজাহাজ বহিষ্কারের দাবিতে স্লোগান দেয়। একই সাথে তারা গাজার জনগণের প্রতি সংহতি প্রকাশ করে।

গাজা যুদ্ধ শুরুর পর থেকে আমেরিকা ইহুদিবাদ ইসরাইলকে সর্বাত্মক সমর্থন দিয়ে আসছে।

ইজমির বন্দরে আমেরিকা যে জাহাজ পাঠিয়েছে তার মধ্যদিয়ে তারা ইসরাইলের প্রতি সমর্থন জানাচ্ছে। এর প্রতিবাদে গতরাতে তুরস্কের বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকরা ইজমির বন্দরের প্রবেশপথে জড়ো হয়ে ব্যাপক বিক্ষোভ করে। 

এসময় বিক্ষোভকারীদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল, “হত্যাকরীদের জন্য আমাদের বন্দর অস্ত্র এবং রসদ সরবরাহের পয়েন্ট হতে পারে না। আমরা ইজমির বন্দর থেকে মার্কিন জাহাজের মাধ্যমে ফিলিস্তিনে হত্যা ও রক্তপাত দেখতে চাই না।”

১৫০০ মার্কিন  সেনা নিয়ে ইউএসএস ওয়াপ্স রোববার ইজমির বন্দরে নোঙ্গর করে। বিক্ষোভকারীরা শহরের গভর্নরকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, মার্কিন যুদ্ধজাহাজ বন্দর ত্যাগ না করা পর্যন্ত তারা ওই এলাকা ছেড়ে যাবে না। বিক্ষোভকারীরা কঠোর নিন্দা জানিয়ে আরো বলেছে, মার্কিন সরকার ইরাক, সিরিয়া এবং মধ্যপ্রদেশের অন্যান্য অঞ্চলের জনগণকে মারাত্মক দুর্ভোগের মধ্যে ফেলেছে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৩