নেতানিয়াহুর পক্ষে পণবন্দিদের জীবিত উদ্ধার করা সম্ভব নয়: সাবেক সেনাপ্রধান
https://parstoday.ir/bn/news/event-i141314-নেতানিয়াহুর_পক্ষে_পণবন্দিদের_জীবিত_উদ্ধার_করা_সম্ভব_নয়_সাবেক_সেনাপ্রধান
ইহুদিবাদী ইসরাইলের সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট বলেছেন, গাজা উপত্যকায় প্রায় ১১ মাস ধরে যুদ্ধ করেও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে পারেননি। তিনি ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দেয়ার কারণে গাজা থেকে পণবন্দিদের জীবিত উদ্ধার করতে পারবেন না বলেও মন্তব্য করেছেন আইজেনকোট।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
সেপ্টেম্বর ০৪, ২০২৪ ১৬:৪৪ Asia/Dhaka
  • গাদি আইজেনকোট
    গাদি আইজেনকোট

ইহুদিবাদী ইসরাইলের সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট বলেছেন, গাজা উপত্যকায় প্রায় ১১ মাস ধরে যুদ্ধ করেও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে পারেননি। তিনি ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দেয়ার কারণে গাজা থেকে পণবন্দিদের জীবিত উদ্ধার করতে পারবেন না বলেও মন্তব্য করেছেন আইজেনকোট।

তিনি মঙ্গলবার রাতে এক সাক্ষাৎকারে আরো বলেছেন, নেতানিয়াহু শুধুমাত্র তার ব্যক্তিগত ও রাজনৈতিক দলের স্বার্থ হাসিলের জন্য হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি করা থেকে বিরত রয়েছেন। 

সাবেক ইসরাইলি যুদ্ধমন্ত্রী বেনি গান্তজের সঙ্গে নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগকারী জেনারেল আইজেনকোট বলেন, “গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ব্যাপারে নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্য আমাকে বিব্রত করেছে।”

আইজেনকোটের আগে গান্তজসহ বহু শীর্ষস্থানীয় ইসরাইলি কর্মকর্তা এই অভিযোগ করেছেন যে, হামাসের সঙ্গে যুদ্ধবন্দি বিনিময়ের পথে নেতানিয়াহু প্রধান অন্তরায় এবং তিনি প্রধানমন্ত্রী পদের জন্য উপযুক্ত নন।

জেনারেল আইজেনকোট আরো বলেন, ইসরাইলি প্রধানমন্ত্রী তার রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে এতটা চিন্তিত যে, তার পক্ষে হামাসের হাতে আটক পণবন্দিদের জীবিত মুক্ত করে আনা সম্ভব নয়।

এদিকে ইসরাইলি গণমাধ্যমগুলো জানিয়েছে, গাজা যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ১০ হাজার ৪০০ ইহুদিবাদী সেনা আহত হয়েছে। এর আগে এসব গণমাধ্যম গত ১৯ আগস্ট স্বীকার করে, ৭ অক্টোবরের অভিযান থেকে শুরু করে গাজা যুদ্ধে এখন পর্যন্ত ৬৮৯ জন ইসরাইলি সেনা নিহত হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/৪