‘ইরানের সাথে সম্পর্ক রাখা গুরুত্বপূর্ণ বিষয়, সংলাপ প্রয়োজন’
(last modified Fri, 06 Sep 2024 08:59:47 GMT )
সেপ্টেম্বর ০৬, ২০২৪ ১৪:৫৯ Asia/Dhaka
  • ‘ইরানের সাথে সম্পর্ক রাখা গুরুত্বপূর্ণ বিষয়, সংলাপ প্রয়োজন’

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুল লাতিফ বিন রাশিদ আল-জায়ানি দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন এবং তেহরান ও মানামার মধ্যে যৌথ রাজনৈতিক সংলাপ অনুষ্ঠানের আশা প্রকাশ করেছেন।

গতকাল (বৃহস্পতিবার) রাতে এক টেলিফোন আলাপে দুই মন্ত্রী এই আশা ব্যক্ত করেন। এ সময় বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী হওয়ায় আব্বাস আরাকচিকে অভিনন্দন জানান।

ইরানের সাথে দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বের বিষয়ে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, নতুন যুগে দুই দেশের মধ্যে যৌথ রাজনৈতিক সংলাপ হবে।

ফোনালাপে আরাকচি বলেন, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সরকারের গুরুত্বপূর্ণ অগ্রাধিকারগুলোর মধ্যে একটি হচ্ছে প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কের উন্নয়ন। দুই মন্ত্রীই চুক্তির অবকাঠামোর মধ্যে থেকে আলোচনা এবং মত বিনিময় অব্যাহত রাখার ওপর জোর দেন।

এর আগে, গত মাসে ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আল-জায়ানির সঙ্গে কথা বলেছিলেন। সে সময় তিনি গাজায় নারী, শিশু এবং অন্যান্য নিরীহ মানুষের বিরুদ্ধে দখলদার ইসরাইলের আগ্রাসন ও অপরাধের ধারাবাহিকতার প্রতি ইঙ্গিত করেন।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৬