অভিযোগের রাজনীতি করে আমেরিকা তার কালো ইতিহাস ঢাকতে পারবে না: নাসের কানয়ানি
(last modified Fri, 06 Sep 2024 09:38:00 GMT )
সেপ্টেম্বর ০৬, ২০২৪ ১৫:৩৮ Asia/Dhaka
  • নাসের কানয়ানি
    নাসের কানয়ানি

পার্সটুডে-ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন: আমেরিকা বিভিন্ন দেশের অভ্যন্তরীণ ব্যাপারে তাদের হস্তক্ষেপের কালো ইতিহাস কোনোভাবেই ঢেকে রাখতে পারবে না। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ইরানের হস্তক্ষেপের মার্কিন দাবি প্রত্যাখ্যান করে জনাব নাসের কানয়ানি আজ এ কথা বলেন।

বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি মার্কিন অ্যাটর্নি জেনারেলের দাবিকে ভিত্তিহীন ও পক্ষপাতদুষ্ট বলে মন্তব্য করেছেন। মার্কিন অ্যাটর্নি জেনারেল দাবি করেছিলেন ইরানসহ বেশ কিছু দেশ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া ও ফলাফলকে প্রভাবিত করার জন্য আগ্রাসী পদক্ষেপ নিয়েছে। এই দাবিকে আমেরিকার অভ্যন্তরীণ রাজনৈতিক ফায়দা হাসিলের অপকৌশল বলে মন্তব্য করে ওই অভিযোগ দৃঢ়তার সঙ্গে প্রত্যাখ্যান করেছেন কানয়ানি।

ইরানি এই মুখপাত্র বলেন: বিভিন্ন দেশের অভ্যন্তরীণ ব্যাপারে অবৈধ হস্তক্ষেপ করার দীর্ঘ ইতিহাস রয়েছে আমেরিকার। ওই ইতিহাসের প্রসঙ্গ টেনে কানয়ানি বলেন: নিজেদের অভ্যন্তরীণ সমস্যা ও সংকটের জন্য আমেরিকা ভিন্ন দেশগুলোকে অভিযুক্ত করছে। অভিযোগের রাজনীতি করে আমেরিকা স্বাধীনতাকামী দেশগুলোর অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের কালো ইতিহাস ঢাকতে পারবে না।

এফবিআইসহ আমেরিকার অন্যান্য গোয়েন্দা সংস্থা এক যৌথ বিবৃতিতে দাবি করেছে-প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় সাইবার অনুপ্রবেশ করার চেষ্টা করেছে ইরান। একইসঙ্গে ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারণার সা্ইটও হ্যাক করার চেষ্টা করেছে।

এছাড়াও মার্কিন অ্যাটর্নি জেনারেল সম্প্রতি দাবি করেছেন: মার্কিন নির্বাচনী প্রচারণাকে প্রভাবিত করতে ইরানের হামলা তীব্রতর হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন আসছে নভেম্বর মাসের ৫ তারিখ ২০২৪এ অনুষ্ঠিত হবে।#

পার্সটুডে/এনএম/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ