‘ইসরাইলের হাতে থাকা পরমাণু অস্ত্র সারা বিশ্বের জন্য মারাত্মক হুমকি’ 
https://parstoday.ir/bn/news/event-i141368-ইসরাইলের_হাতে_থাকা_পরমাণু_অস্ত্র_সারা_বিশ্বের_জন্য_মারাত্মক_হুমকি’
জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের হাতে যেসব পরমাণু অস্ত্র রয়েছে তা সারা বিশ্বের জন্য মারাত্মক হুমকি। ইসরাইলের পরমাণু স্থাপনাগুলোর ওপর আন্তর্জাতিক নজরদারিরও আহ্বান জানান তিনি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০৬, ২০২৪ ১৫:৪৭ Asia/Dhaka
  • ‘ইসরাইলের হাতে থাকা পরমাণু অস্ত্র সারা বিশ্বের জন্য মারাত্মক হুমকি’ 

জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের হাতে যেসব পরমাণু অস্ত্র রয়েছে তা সারা বিশ্বের জন্য মারাত্মক হুমকি। ইসরাইলের পরমাণু স্থাপনাগুলোর ওপর আন্তর্জাতিক নজরদারিরও আহ্বান জানান তিনি।

‘পরমাণু অস্ত্র পরীক্ষা বিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে জাতিসংঘ সাধারণ পরিষদের দেয়া বক্তৃতা ইরানি রাষ্ট্রদূত এসব কথা বলেন। তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইল মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশকে পরমাণু অস্ত্র দিয়ে হুমকি দিচ্ছে যার কারণে বর্তমান পরিস্থিতি খুবই উদ্বেগজনক। ইসরাইলের এসব পরমাণু অস্ত্র আঞ্চলিক দেশগুলো এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে মারাত্মক হুমকির মুখে ফেলেছে।

ইরানিরা রাষ্ট্রদূত জোরালো ভাষায় বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত কোনো পূর্বশর্ত ছাড়াই ইহুদিবাদী ইসরাইলকে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে সই করতে বাধ্য করা।

ধারণা করা হয়- ইসরাইলের কাছে ২০০ থেকে ৪০০টি পরমাণু ওয়ারহেড রয়েছে। মধ্যপ্রাচ্যে একমাত্র ইহুদিবাদী ইসরাইলের কাছেই পরমাণু অস্ত্র রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৬