নেতনিয়াহুর পদত্যাগের দাবিতে তেল আবিবে আবারো বড় বিক্ষোভ
প্রায় পাঁচ লাখেরও বেশি ইহুদিবাদী বসতি স্থাপনকারী আবারও দখলদার শাসক গোষ্ঠীর যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার মন্ত্রীসভার পদত্যাগের দাবিতে তেল আবিবের রাস্তায় বিক্ষোভে ফেটে পড়েছে। গাজায় একটি টেকসই যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পাশাপাশি বন্দিদের মুক্ত করে নিয়ে আসার ব্যাপারে কোনো সফলতা না থাকায় ইসরাইলিরা এ বিক্ষোভ দেখিয়েছে।
ইসরাইলি মিডিয়া জানিয়েছে যে শনিবার তেল আবিবে টানা অষ্টম রাতে পাঁচ লাখেরও বেশি ইসরাইলি এ যাবৎকালের সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেন।
এছাড়া আল-কুদস, হাইফা, বেয়ার শেভাসহ দখলকৃত অঞ্চল জুড়ে অন্যান্য শহরগুলোতে এবং সিজারিয়াতে নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনের কাছে প্রায় আড়াই লাখ ইসরাইলি বিক্ষোভে অংশ নিয়েছে।
'শাসক গোষ্ঠীর মিথ্যাচার নিরাপত্তা আনবে না' স্লোগান দিয়ে অধিকৃত আল-কুদসে বিক্ষোভকারীরা গাজায় ১১ মাসব্যাপী যুদ্ধের অবসান, ইসরাইলি অতি-ডানপন্থী মন্ত্রিসভার পদত্যাগ এবং শাসক গোষ্ঠীর ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টির লক্ষ্যে আরেকটি সাধারণ ধর্মঘটের আহ্বান জানিয়েছেন।
গণমাধ্যম জানিয়েছে, বিক্ষোভকারীরা মহাসড়ক অবরোধ করে আগুন লাগানোর পর পুলিশের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। এদিকে পুলিশ জানিয়েছে, তেল আবিবের বিক্ষাভ সমাবেশ থেকে তারা পাঁচজন বিক্ষোভকারীকে আটক করেছে।
এছাড়া, দিনের আগে ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতা করে বলেছিলেন যে নেতানিয়াহু দ্বারা সমর্থিত যুদ্ধবিরতির শর্তাবলী ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে "ধ্বংস" করার এবং সমস্ত বন্দীদের মুক্তি নিশ্চিত করার লক্ষ্যগুলো দুর্বল করবে।#
পার্সটুডে/এমবিএ/০৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।