ইহুদিবাদী ইসরাইলকে সিরিয়ার ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি
(last modified Tue, 10 Sep 2024 06:41:08 GMT )
সেপ্টেম্বর ১০, ২০২৪ ১২:৪১ Asia/Dhaka
  • ইহুদিবাদী ইসরাইলকে সিরিয়ার ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি

আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে চালানো পাশবিকতার ভয়াবহ পরিণতির ব্যাপারে ইহুদিবাদী ইসরাইলকে সতর্ক করে দিয়েছে সিরিয়া। সোমবার সিরিয়ার মধ্যাঞ্চলে ইসরাইলি বিমান হামলায় এক ডজনেরও বেশি মানুষের প্রাণহানির পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ হুঁশিয়ারি দিল সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইহুদিবাদী ইসরাইলকে ভয়াবহ পরিণতির ব্যাপারে সতর্ক করল সিরিয়া

সিরিয়ার হামা প্রদেশে সোমবার ইসরাইলি বিমান হামলায় অন্তত ১৬ জন নিহত ও ৩৬ জন আহত হয় যাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

এ সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরের চলমান প্রাণঘাতি আগ্রাসনের পাশাপাশি সিরিয়াসহ অন্যান্য আঞ্চলিক দেশের বিরুদ্ধে ইসরাইলের পদ্ধতিগত হামলা প্রমাণ করছে, রক্তপিপাসু এই ফ্যাসিবাদী সরকারের উন্মত্ততা আঞ্চলিক সংঘাতের আরো বিস্তৃতি ঘটাবে।

মন্ত্রণালয় আরো বলেছে, এ ধরনের বেপরোয়া হামলা পশ্চিম এশিয়া অঞ্চলকে ভয়ঙ্কর ও অজানা পরিণতির দিকে নিয়ে যাচ্ছে।

ইসরাইলের ভয়াবহ পাশবিকতার প্রতি আমেরিকাসহ অন্যান্য পশ্চিমা দেশ অকুণ্ঠ সমর্থন অব্যাহত রেখেছে জানিয়ে বিবৃতিতে বলা হয়, গাজা উপত্যকাসহ আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে ইসরাইলের চলমান পাশবিকতার দায় পশ্চিমা দেশগুলিকেও নিতে হবে। ইসরাইলি আগ্রাসন মোকাবিলায় নিজের সার্বভৌমত্ব রক্ষা করার অধিকার সিরিয়া সংরক্ষণ করে বলেও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়। #

পার্সটুডে/এমএমআই/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ