গাজার লাখ লাখ শিশুর শিক্ষাজীবন ধ্বংস করছে ইসরাইল: হামাস
https://parstoday.ir/bn/news/event-i141492-গাজার_লাখ_লাখ_শিশুর_শিক্ষাজীবন_ধ্বংস_করছে_ইসরাইল_হামাস
গাজা উপত্যকার নিরীহ জনগণের বিরুদ্ধে জাতিগত শুদ্ধি অভিযান বন্ধ করতে ইহুদিবাদী ইসরাইলকে বাধ্য করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ১০, ২০২৪ ১৩:০০ Asia/Dhaka
  • গাজার লাখ লাখ শিশুর শিক্ষাজীবন ধ্বংস করছে ইসরাইল: হামাস

গাজা উপত্যকার নিরীহ জনগণের বিরুদ্ধে জাতিগত শুদ্ধি অভিযান বন্ধ করতে ইহুদিবাদী ইসরাইলকে বাধ্য করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

সংগঠনটি বলেছে, এই আগ্রাসনের ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ ছাড়াও গাজার লাখ লাখ শিক্ষার্থীর লেখাপড়া ধ্বংস হয়ে যাচ্ছে।

হামাস সোমবার এক বিবৃতিতে বলেছে, গাজার স্কুল শিক্ষার্থীরা দ্বিতীয় বছরের মতো লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। বিবৃতিতে বলা হয়, গাজার ছয় লাখ ৩০ হাজার শিক্ষার্থীর শিক্ষার অধিকার কেড়ে নেয়া সকল আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। কাজেই জাতিসংঘের নেতৃত্বাধীন আন্তর্জাতিক সমাজের উচিত অবিলম্বে ইসরাইলি অপরাধযজ্ঞ বন্ধ করার ব্যবস্থা করা।

হামাস বলেছে, ইসরাইলি গণহত্যা আমাদের জনগণের প্রতিরোধকামী মানসিকতায় ফাটল ধরাতে বা তাদের পরিচয় মুছে ফেলতে কিংবা তাদের জাতীয় অধিকার কেড়ে নিতে পারবে না।

হামাসের বিবৃতিতে আরো বলা হয়েছে, গাজার স্কুলসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইসরাইলি যুদ্ধ আমাদের শিশুদের ফিলিস্তিনি পরিচয় মুছে ফেলতে পারবে না। এসব অপরাধযজ্ঞ ফিলিস্তিনি জনগণের প্রতিরোধকামী মানসিকতাকে আরো শক্তিশালী করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।#

পার্সটুডে/এমএমআই/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।