ব্রিকস মানে একটি নতুন বিশ্বের জন্ম: রাশিয়ায় ইরানের রাষ্ট্রদূত
https://parstoday.ir/bn/news/event-i141554-ব্রিকস_মানে_একটি_নতুন_বিশ্বের_জন্ম_রাশিয়ায়_ইরানের_রাষ্ট্রদূত
পার্সটুডে: রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বলেছেন, ব্রিকস গ্রুপের আত্মপ্রকাশের ফলে একমেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা সমাপ্তির পথে রয়েছে। সেইসঙ্গে সদ্য জন্ম নেওয়া একটি নতুন বিশ্ব ধীরে ধীরে বেড়ে উঠছে বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত কাজেম জালালি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ১২, ২০২৪ ১৫:৫৬ Asia/Dhaka
  • ব্রিকস মানে একটি নতুন বিশ্বের জন্ম: রাশিয়ায় ইরানের রাষ্ট্রদূত

পার্সটুডে: রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বলেছেন, ব্রিকস গ্রুপের আত্মপ্রকাশের ফলে একমেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা সমাপ্তির পথে রয়েছে। সেইসঙ্গে সদ্য জন্ম নেওয়া একটি নতুন বিশ্ব ধীরে ধীরে বেড়ে উঠছে বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত কাজেম জালালি।

ব্রিকস (BRICS) হল উদীয়মান অর্থনৈতিক শক্তির নেতৃত্বে গঠিত একটি গ্রুপের নাম। ১৯৯০য়ের দশকের মাঝামাঝি সময়ে আমেরিকার একাধিপত্যবাদের স্বর্ণযুগে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার ইংরেজি নামের আদ্যক্ষর যোগ করে গঠিত হয়েছিল ব্রিকস।

বার্তা সংস্থা ইরনা জানায়, গতকাল সন্ধ্যায় ব্রিকসের সদস্য দেশগুলোর সংস্কৃতি মন্ত্রীদের একটি বৈঠক অনুষ্ঠিত হয় রাশিয়ার সেন্টপিটার্সবার্গে। ওই বৈঠকে ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালি আরও বলেন: সমসাময়িক বিশ্বের সাংস্কৃতিক সমস্যা ও জটিলতাগুলো উপলব্ধি করে সচেতনভাবে বস্তুগত দৃষ্টিভঙ্গি এড়িয়ে যাওয়ার মাধ্যমে আন্তর্জাতিক সংহতি তৈরি হতে পারে।

জালালি বলেন, আজ রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক শক্তির পাশাপাশি ক্ষমতার আরেকটি স্বরূপ লক্ষ্য করা যাচ্ছে। ওই কাঠামো মূল্যবোধ, আত্মপরিচয় ও সংস্কৃতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। সংস্কৃতির বীজ যে-কোনো সরকার ও জাতির সামগ্রিক জীবনের সকল ক্ষেত্রেই বোনা হয় বলে তিনি মন্তব্য করেন। বর্তমানে আন্তর্জাতিক সম্পর্ককে সংস্কৃতির মধ্যকার সম্পর্ক হিসাবে ব্যাখ্যা করা হয়।

গতকাল (বুধবার) রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী আকবর আহমদিয়ানের উপস্থিতিতে ব্রিকস সদস্য দেশগুলোর উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। আজ ওই বৈঠক শেষ হচ্ছে।#

পার্সটুডে/এনএম/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।