ইরান রাশিয়ায় ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে মর্মে ইউক্রেনের কাছে কোনো প্রমাণ নেই: জেলেনস্কির স্বীকারোক্তি
(last modified Thu, 12 Sep 2024 11:06:38 GMT )
সেপ্টেম্বর ১২, ২০২৪ ১৭:০৬ Asia/Dhaka
  • ইরান রাশিয়ায় ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে মর্মে ইউক্রেনের কাছে কোনো প্রমাণ নেই: জেলেনস্কির স্বীকারোক্তি

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, ইরান যে রাশিয়ায় ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে তার কোনো প্রমাণ তাদের কাছে নেই।

ইরানি নিউজ এজেন্সি ইসনা জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আমেরিকার কর্মকর্তা এবং মিডিয়ার অভিযোগের পর ওই স্বীকারোক্তি করেন। অভিযোগ তোলা হয়েছে ইরান রাশিয়াকে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। কিন্তু এ ব্যাপারে কোনো তথ্য প্রমাণ তাদের কাছে নেই বলে জানান জেলেনস্কি।

ইরান থেকে রাশিয়ায় ক্ষেপণাস্ত্র পাঠানোর কথা দু'দেশের কর্তৃপক্ষই বারবার অস্বীকার করেছে।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি তাঁর ব্যক্তিগত এক্স সোশ্যাল নেটওয়ার্কে লিখেছেন, আমেরিকা ও ইউরোপ আবারও মিথ্যা তথ্য এবং ত্রুটিপূর্ণ যুক্তির আশ্রয় নিয়েছে। ইরান রাশিয়ায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠায়নি, ব্যস।

জাতিসংঘে ইরানের প্রতিনিধিও জোর দিয়ে বলেছে, ইউক্রেন সংঘাতের বিষয়ে ইরানের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। ইরান যে নিজেই কোনো অস্ত্র পাঠায়নি তা নয় বরং অন্য দেশগুলোকেও সংঘাতে জড়িত পক্ষগুলোকে অস্ত্র পাঠানো বন্ধ করার আহ্বান জানিয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট প্রাসাদের মুখপাত্র দিমিত্রি পেসকভও বলেছেন: তাদের কাছে ইরানের অস্ত্র সরবরাহ সংক্রান্ত যেসব জল্পনা-কল্পনা রয়েছে তার সবই ভিত্তিহীন।#

পার্সটুডে/এনএম/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ