গাজার এক-চতুর্থাংশ আহতদের 'জীবন পরিবর্তনকারী আঘাত'
(last modified Sat, 14 Sep 2024 06:34:25 GMT )
সেপ্টেম্বর ১৪, ২০২৪ ১২:৩৪ Asia/Dhaka
  • পা হারানো এক ফিলিস্তিনি শিশু
    পা হারানো এক ফিলিস্তিনি শিশু

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের চলমান গণহত্যামূলক যুদ্ধে যারা আহত হয়েছেন তাদের এক-চতুর্থাংশের আঘাত "জীবন পরিবর্তনকারী"। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইসুস গতকাল (শুক্রবার) সামাজিক মাধ্যম এক্স-পেইজে লিখেছেন, "গত ৭ অক্টোবর থেকে গাজায় আহত প্রতি চারজনের মধ্যে অন্তত একজনের জীবন পরিবর্তনকারী আঘাত রয়েছে বলে অনুমান করা যায় যেগুলোর জন্য এখন এবং আগামী বছরগুলোতে পুনর্বাসন পরিষেবার প্রয়োজন।" আধানমের এ মন্তব্যের আগে জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক সংস্থা একই ধরনের বিবৃতি দিয়েছে। 

বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, গত অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যেসব ফিলিস্তিনি আহত হয়েছেন তাদের মধ্যে কমপক্ষে শতকরা ২৫ ভাগ বা ২২ হাজার ৫০০ জন জীবন পরিবর্তনকারী আঘাতের শিকার হয়েছেন। এদের মধ্যে অনেকের অঙ্গচ্ছেদ এবং অন্যান্য বড় ধরনের অপারেশন প্রয়োজন হবে। 

তবে, ফিলিস্তিনি অঞ্চলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি রিক পিপারকর্নের মতে মারাত্মক আঘাতের শিকার ব্যক্তিদের সংখ্যাটি "২৪ হাজারের মতো"।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১৪

 

 

ট্যাগ