‘মার্কিন নির্মিত বোমা দিয়ে উদ্বাস্তু ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরাইল’
https://parstoday.ir/bn/news/event-i141640-মার্কিন_নির্মিত_বোমা_দিয়ে_উদ্বাস্তু_ফিলিস্তিনিদের_হত্যা_করছে_ইসরাইল’
ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলনের প্রধান গাজা উপত্যকার খান ইউনুস শহরের কাছে একটি তাঁবু ছাউনিতে ইহুদিবাদী ইসরাইলের মারাত্মক আগ্রাসনের নিন্দা করে বলেছেন, দখলদার ইহুদিবাদীরা মার্কিন নির্মিত প্রাণঘাতী যুদ্ধাস্ত্র দিয়ে উদ্বাস্তু ফিলিস্তিনিদের লক্ষ্যবস্তু করে চলেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ১৫, ২০২৪ ০৯:৩৬ Asia/Dhaka
  • ‘মার্কিন নির্মিত বোমা দিয়ে উদ্বাস্তু ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরাইল’

ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলনের প্রধান গাজা উপত্যকার খান ইউনুস শহরের কাছে একটি তাঁবু ছাউনিতে ইহুদিবাদী ইসরাইলের মারাত্মক আগ্রাসনের নিন্দা করে বলেছেন, দখলদার ইহুদিবাদীরা মার্কিন নির্মিত প্রাণঘাতী যুদ্ধাস্ত্র দিয়ে উদ্বাস্তু ফিলিস্তিনিদের লক্ষ্যবস্তু করে চলেছে।

গতকাল (শনিবার) বিকেলে ইয়েমেনের রাজধানী সানা থেকে সম্প্রচারিত একটি টেলিভিশন বক্তৃতায় আব্দুল মালিক আল-হুথি একথা বলেন। তিনি বলেন, “ইসরাইলি শত্রুদের হাতে ফিলিস্তিনিদের প্রতিদিনের গণহত্যার পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনি মুসলমানরা শোচনীয় অবস্থায় পৌঁছেছে। ইহুদিবাদীরা তাঁবুর ছাউনি এবং মার্কিন তৈরি ভারী বোমা দিয়ে নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষিত এলাকাগুলোতে বাস্তুচ্যুত লোকদের ওপর হামলা চালাচ্ছে।

তিনি বলেন, ইহুদিবাদী শত্রুরা কঠোর অবরোধ আরোপ করেছে এবং গাজাবাসীর বিরুদ্ধে দুর্ভিক্ষ চাপিয়ে দিয়েছে। তারা ফিলিস্তিনি বন্দীদের নির্যাতন করছে এবং সব ধরনের অপরাধমূলক, বর্বর ও নৃশংস কর্মকাণ্ড চালাচ্ছে।  

আনসারুল্লাহ প্রধান বলেন, “চরমপন্থী ইহুদিদের প্রাথমিক এবং প্রকাশিত লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে আল-আকসা মসজিদ ধ্বংস করা। কট্টরপন্থীরা এই সত্যটি ভাল করেই জানে যে, এ ধরনের পরিকল্পনার দ্রুত বাস্তবায়ন অত্যন্ত বিপজ্জনক হবে কারণ এটি বিশ্বব্যাপী সমস্ত মুসলমানের অনুভূতিকে আঘাত করবে। তাই তারা এটা করার জন্য ক্ষেত্র প্রস্তুত করছে।” 

তিনি গাজায় চলমান ইসরাইলি গণহত্যার মুখে আরব সরকারগুলোর নিষ্ক্রিয়তায় ক্ষোভ প্রকাশ করে বলেন, কোন কিছুই ফিলিস্তিনিদের সমর্থনে একটি নির্দিষ্ট এবং সাধারণ অবস্থান গ্রহণ করতে তাদেরকে উৎসাহিত করতে পারেনি।#

পার্সটুডে/এসআইবি/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।