ইসরাইলের বিভিন্ন অবস্থানে নতুন করে হামলা চালাল হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/event-i141672-ইসরাইলের_বিভিন্ন_অবস্থানে_নতুন_করে_হামলা_চালাল_হিজবুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দখলদার ইসরাইলের বিভিন্ন অবস্থানে নতুন করে হামলা চালিয়েছে। আল-মায়াদিন টিভি চ্যানেল এ তথ্য জানিয়েছে। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ১৫, ২০২৪ ১৯:০২ Asia/Dhaka
  • ইসরাইলের বিভিন্ন অবস্থানে নতুন করে হামলা চালাল হিজবুল্লাহ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দখলদার ইসরাইলের বিভিন্ন অবস্থানে নতুন করে হামলা চালিয়েছে। আল-মায়াদিন টিভি চ্যানেল এ তথ্য জানিয়েছে। 

লেবাননের হিজবুল্লাহ আজ (রোববার) এক বার্তায় বলেছে, গাজার জনগণ এবং ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামের সমর্থনে তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে আত্মঘাতী ড্রোন দিয়ে ইহুদিবাদী ইসরাইলের 'আল-মালকিয়া' ঘাঁটিতে আঘাত হানা  হয়েছে। এছাড়া, ইসরাইলের 'আল-মুতলা' ঘাঁটিতে ইসরাইলি সেনা-সমাবেশ লক্ষ্য করেও ড্রোন হামলা চালানো হয়েছে।

দখলদার ইসরাইলি বাহিনী লেবাননের দক্ষিণের গ্রামগুলোতে বিশেষ করে সারাফান্দ এলাকায় হামলা চালিয়েছে। এর জবাবে ইসরাইলের সাঁজোয়া বাহিনীর ১৮৮তম  ব্রিগেডের রাওয়িয়া ব্যারাকে বেশ কয়েকটি কাতিউশা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

সম্প্রতি দখলদার ইসরাইলের বিরুদ্ধে হিজবুল্লাহর আক্রমণ বেড়েছে।

ইসরাইলের আর্মি রেডিও সম্প্রতি ঘোষণা করেছে, গত আগস্ট মাসে দক্ষিণ লেবানন থেকে দখলদার ইসরাইলকে লক্ষ্য করে এক হাজার ৩০৭টি ছোড়া হয়েছে। গাজা যুদ্ধ শুরুর পর এর আগে এক মাসে লেবানন থেকে এত বেশি সংখ্যক ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনা আর ঘটেনি।#

পার্সটুডে/এসএ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।