ইয়েমেনি ক্ষেপণাস্ত্র আল-আকসা তুফান অভিযানে নতুন প্রাণের সঞ্চার করেছে: হামাস
https://parstoday.ir/bn/news/event-i141716-ইয়েমেনি_ক্ষেপণাস্ত্র_আল_আকসা_তুফান_অভিযানে_নতুন_প্রাণের_সঞ্চার_করেছে_হামাস
ইহুদিবাদী ইসরাইলের গভীর অভ্যন্তরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার জন্য ইয়েমেনের সশস্ত্র বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান ইয়াহিয়া সিনওয়ার। তিনি বলেছেন, ওই ক্ষেপণাস্ত্র হামলা তেল আবিব সরকারের কাছে সুস্পষ্ট বার্তা পৌঁছে দিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ১৭, ২০২৪ ১০:৪৩ Asia/Dhaka
  • ইয়েমেনি ক্ষেপণাস্ত্র আল-আকসা তুফান অভিযানে নতুন প্রাণের সঞ্চার করেছে: হামাস

ইহুদিবাদী ইসরাইলের গভীর অভ্যন্তরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার জন্য ইয়েমেনের সশস্ত্র বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান ইয়াহিয়া সিনওয়ার। তিনি বলেছেন, ওই ক্ষেপণাস্ত্র হামলা তেল আবিব সরকারের কাছে সুস্পষ্ট বার্তা পৌঁছে দিয়েছে।

ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল-মালিক আল-হুথির কাছে পাঠানো এক বার্তায় সিনওয়ার আরো বলেছেন, “আমরা ইসরাইলি আগ্রাসন রুখে দেয়ার ক্ষেত্রে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনকে তার আন্তরিকতা, সমৃদ্ধ আবেগ এবং দৃঢ় ইচ্ছাশক্তির জন্য ধন্যবাদ জানাই।”

সিনওয়ার বলেন, “ইয়েমেনি সেনাবাহিনীর অভিযান ইসরাইলের গভীর অভ্যন্তরে শত্রুর অবস্থানে আঘাত হেনেছে এবং এই আঘাত আল-আকসা তুফান অভিযানে নতুন প্রাণের সঞ্চার করেছে।”

হামাস নেতা বলেন, ইয়েমেনি সেনাবাহিনীর এই নজিরবিহীন অভিযান ইসরাইল সরকারের সবগুলো প্রতিরক্ষা ব্যুহ ভেদ করতে সক্ষম হয়েছে।

ইয়েমেনের সশস্ত্র বাহিনী রোববার একটি নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলের রাজধানী তেল আবিবের কাছে জাফা এলাকায় আঘাত হেনেছে। ক্ষেপণাস্ত্রটি ইয়েমেন থেকে উৎক্ষেপণের পর মাত্র সাড়ে ১১ মিনিটে ২০৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তেল আবিবের কাছে আঘাত হানে। আয়রন ডোমসহ ইসরাইলের কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই ক্ষেপণাস্ত্রটিকে বিধ্বস্ত করতে পারেনি।

এটির আঘাত থেকে বাঁচতে ২০ লাখের বেশি ইহুদিবাদী ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রগুলোতে ছুটে যায়। ইসরাইলের ইতিহাসে একটি ক্ষেপণাস্ত্র থেকে বাঁচতে একসঙ্গে এত বেশি ইহুদিবাদী আর কখনও আশ্রয়কেন্দ্রের দিকে ছুটে যায়নি। #

পার্সটুডে/এমএমআই/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন