ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আলোচনাযোগ্য নয়; ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত থাকবে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i154212-ব্যালিস্টিক_ক্ষেপণাস্ত্র_আলোচনাযোগ্য_নয়_ইউরেনিয়াম_সমৃদ্ধকরণ_অব্যাহত_থাকবে_ইরান
পার্সটুডে- ইরানের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কৌশলগত পরিষদের চেয়ারম্যান সাইয়্যেদ কামাল খাররাজি বলেছেন, আমেরিকার সঙ্গে আলোচনার শর্ত হতে হবে পারস্পরিক সম্মান ও সমতা ভিত্তিক।
(last modified 2025-11-19T14:00:41+00:00 )
নভেম্বর ১৯, ২০২৫ ১৭:০৬ Asia/Dhaka
  • কামাল খাররাজি (ডানে)
    কামাল খাররাজি (ডানে)

পার্সটুডে- ইরানের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কৌশলগত পরিষদের চেয়ারম্যান সাইয়্যেদ কামাল খাররাজি বলেছেন, আমেরিকার সঙ্গে আলোচনার শর্ত হতে হবে পারস্পরিক সম্মান ও সমতা ভিত্তিক।

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কৌশলগত পরিষদের প্রধান সাইয়্যেদ কামাল খাররাজি সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো আলোচনার জন্য প্রয়োজনীয় শর্ত হলো সমতার নীতি ও পারস্পরিক সম্মানের প্রতি অঙ্গীকার। তিনি জোর দিয়ে বলেন, আলোচনার বিষয়বস্তু ও প্রক্রিয়া স্পষ্ট রাখতে হলে আগে থেকেই আলোচনার এজেন্ডা নিয়ে সমঝোতা হতে হবে।

খাররাজি আরও বলেন, যুক্তরাষ্ট্রকে প্রথম পদক্ষেপ নিতে হবে এবং প্রমাণ করতে হবে যে, তারা আমাদের নির্ধারিত শর্ত অনুযায়ী যোগাযোগে প্রস্তুত। তিনি জানান, ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তির ওপর নির্ভরশীল এবং এটি আমাদের বিজ্ঞানী ও প্রকৌশলীদের দক্ষতা ও জ্ঞানের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে; তাই এটিকে জোর করে ধ্বংস করা সম্ভব নয়।

ইরানের পররাষ্ট্র কৌশলগত পরিষদের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখার প্রস্তাবকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে উল্লেখ করে বলেন, আমাদের পরমাণু সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে যেতে হবে, কারণ আমাদের নিজেদের বিদ্যুৎকেন্দ্রের জন্য জ্বালানি উৎপাদন এবং চিকিৎসা সংক্রান্ত কার্যক্রমের জন্য ইউরেনিয়াম প্রয়োজন। তাই আমরা সমৃদ্ধকরণ বন্ধ করতে পারি না; তবে সমৃদ্ধকরণের মাত্রা নিয়ে আলোচনা হতে পারে।

তিনি আরও বলেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি আলোচনাযোগ্য নয়। শুধু একটি বিষয়েই আমরা যুক্তরাষ্ট্র বা অন্যান্য পক্ষের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত, আর সেটি হলো পরমাণু ইস্যু। আমাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বা অন্য কোনো বিষয়ে আমরা আলোচনা করব না এবং আমাদের ক্ষেপণাস্ত্র শক্তি বাড়ানোর সুযোগ থাকলে আমরা তা কখনোই উপেক্ষা করব না।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের এই শীর্ষ কূটনীতিক আরও বলেন, যদি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ইতিবাচক কোনো নীতি গ্রহণ করেন, তাহলে অবশ্যই ইরানের পক্ষ থেকেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখানো হবে। তবে এজন্য যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের শক্তি প্রয়োগ থেকে বিরত থাকতে হবে। যদিও তারা জানে যে, বলপ্রয়োগ কোনো ফল বয়ে আনবে না।#

পার্সটুডে/এসএ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন