খুলনায় শিয়া-সুন্নি ঐক্য: একসঙ্গে ঈদে মিলাদুন্নবী (সা.)'র আনন্দ মিছিল
(last modified Tue, 17 Sep 2024 06:26:03 GMT )
সেপ্টেম্বর ১৭, ২০২৪ ১২:২৬ Asia/Dhaka
  • খুলনায় শিয়া-সুন্নি ঐক্য: একসঙ্গে ঈদে মিলাদুন্নবী (সা.)'র আনন্দ মিছিল

বাংলাদেশের খুলনায় প্রথমবারের মতো শিয়া ও সুন্নি মুসলমানরা একত্রে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এবং ইসলামি ঐক্য সপ্তাহ পালন করেছে। এ উপলক্ষে গতকাল (সোমবার) আয়োজন করা হয় একটি বিশাল আনন্দ মিছিল, যা যৌথভাবে আয়োজন করেন সম্মিলিত ওলামায়ে কেরাম, খুলনা এবং আঞ্জুমান-এ-পাঞ্জাতানী।

মিছিলে নেতৃত্ব দেন বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব মওলানা ইব্রাহিম ফায়জুল্লাহ এবং খুলনা ইসলামি শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম মওলানা সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভি।

মিছিলটি খুলনার রয়েল মোড় থেকে শুরু হয়ে ডাকবাংলা মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় বক্তারা মুসলিম উম্মাহর ঐক্য ও ভ্রাতৃত্বের গুরুত্ব তুলে ধরেন এবং সবাইকে মুহাম্মদ (স.)-এর আদর্শ অনুসরণের আহ্বান জানান। বক্তারা বলেন, মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য নানা ষড়যন্ত্র চলছে। সেসব থেকে সতর্ক থাকার প্রয়োজনীয়তা উল্লেখ করে তারা বলেন, একমাত্র ঐক্যের মাধ্যমেই এই ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব।

মিছিল এবং আলোচনা সভার মূল বার্তা ছিল মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য স্থাপন এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করা।#

পার্সটুডে/আশরাফুর রহমান১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ