ইরানের বিরুদ্ধে মার্কিন নয়া নিষেধাজ্ঞা আরোপ
(last modified Thu, 19 Sep 2024 10:59:07 GMT )
সেপ্টেম্বর ১৯, ২০২৪ ১৬:৫৯ Asia/Dhaka
  • ইরানের বিরুদ্ধে মার্কিন নয়া নিষেধাজ্ঞা আরোপ

তেহরানের ওপর ওয়াশিংটনের সর্বোচ্চ চাপ প্রয়োগের ব্যর্থ নীতি অব্যাহত রয়েছে। আমেরিকার অর্থ মন্ত্রণালয় ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে।

বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, মার্কিন অর্থ মন্ত্রণালয় গতকাল (বুধবার) একটি বিবৃতি দিয়েছে। ওই বিবৃতিতে দাবি করা হয়েছে: মার্কিন অর্থ মন্ত্রণালয়ের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ দফতর ইরানের জনগণের বিরুদ্ধে সহিংস দমন-পীড়নে হাত থাকার মিথ্যা অজুহাতে ওই ১২ জনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা।

মার্কিন অর্থ মন্ত্রণালয় আরও দাবি করেছে: ওই নিষেধাজ্ঞাগুলো আরোপ করা হয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী সদস্য, ইরানের কারাগার সংস্থার কর্মকর্তা এবং ইরানের বাইরে যারা মারাত্মক অভিযানে অংশ নিয়েছেল-তাদের বিরুদ্ধে। কানাডা এবং অস্ট্রেলিয়ার সমন্বয়ে ওই নিষেধাজ্ঞা জারি করা হয়।

এর আগে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার স্বীকার করেছিল: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন একদিকে চাপ প্রয়োগ অপরদিকে কূটনীতি-এই দ্বৈত নীতি অনুসরণ করে তেহরানের বিরুদ্ধে ৫০০ টিরও বেশি নিষেধাজ্ঞা আরোপ করেছে।#

পার্সটুডে/এনএম/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।