মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ আবার প্রত্যাখ্যান করল ইরান
(last modified Fri, 20 Sep 2024 09:37:09 GMT )
সেপ্টেম্বর ২০, ২০২৪ ১৫:৩৭ Asia/Dhaka
  • মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ আবার প্রত্যাখ্যান করল ইরান

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ইরান হস্তক্ষেপ করার চেষ্টা করছে বলে ওয়াশিংটন যে অভিযোগ করেছে তা আবারও নাকচ করে দিয়েছে তেহরান। ইরান বলেছে, এ ধরনের অভিযোগ ভিত্তিহীন এবং এর কোনো গ্রহণযোগ্যতা বা বৈধতা নেই।

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই সম্প্রতি দাবি করেছে, ইরান হ্যাকিংয়ের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি প্রচারাভিযান সংক্রান্ত তথ্য হাতিয়ে নিয়ে তা ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের টিমের কাছে হস্তান্তর করেছে।

এফবিআই’র ওই দাবি প্রত্যাখ্যান করে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী মিশন এক বিবৃতিতে বলেছে, এ ধরনের ভিত্তিহীন অভিযোগ প্রমাণ করা সম্ভব নয়। বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোলযোগে কিংবা নির্বাচনি বিতর্কে কোনো অবস্থায় ইরান নাক গলায় না।

বিবৃতিতে বলা হয়, মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের মধ্যে ইরানের কোনো স্বার্থ নেই এবং এ ধরনের প্রবৃত্তিও তেহরানের হয় না। ইরানের স্থায়ী মিশনের বিবৃতিতে আরো বলা হয়েছে, মার্কিন সরকার যদি বাস্তবিক অর্থেই সত্যের সন্ধান পেতে চায় তাহলে তারা যেন তাদের কাছে থাকা এ সংক্রান্ত তথ্য-প্রমাণ তেহরানকে সরবরাহ করে। সেক্ষেত্রে ওই তথ্য-প্রমাণের ওপর ভিত্তি করে ইরানের পক্ষে আরো সুনির্দিষ্ট ও যথোপযুক্ত প্রতিক্রিয়া জানানো সম্ভব হবে।

বিবৃতিতে বলা হয়, এ ধরনের ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের ফলে ইরানের কোনো ক্ষতি হবে না বরং মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোরই গ্রহণযোগ্যতা হ্রাস পাবে।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ