বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ইবরাহিম আকিল শহীদ
https://parstoday.ir/bn/news/event-i141848
লেবাননের রাজধানী বৈরুতে ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার ইব্রাহিম আকিল শহীদ হয়েছেন। গতকাল (শুক্রবার) ইসরাইল এ বিমান হামলা চালায়।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
সেপ্টেম্বর ২১, ২০২৪ ১৫:০০ Asia/Dhaka
  • হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ইবরাহিম আকিল
    হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ইবরাহিম আকিল

লেবাননের রাজধানী বৈরুতে ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার ইব্রাহিম আকিল শহীদ হয়েছেন। গতকাল (শুক্রবার) ইসরাইল এ বিমান হামলা চালায়।

হিজবুল্লাহর পক্ষ থেকে গতরাতে আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এই শাহাদাতের ঘটনার প্রশংসা করেছে সংগঠনটি। হিজবুল্লাহ বলেছে, মহান জিহাদি কমান্ডার হাজ ইবরাহিম আকিল তার পূর্বসূরী অনেক কমান্ডারের পদমর্যাদায় উন্নীত হয়েছেন যারা শহীদ হয়েছেন। 

বিবৃতিতে বলা হয়েছে, "তিনি ছিলেন জিহাদ, ত্যাগ এবং প্রতিকূলতার মুখে অটল থাকার ক্ষেত্রে অঙ্গীকারাবদ্ধ। তিনি সত্যিই সর্বোচ্চ ঐশ্বরিক সম্মান অর্জন করেছেন। তার হৃদয়ে সবসময় আল-কুদসের উপস্থিতি ছিল। পবিত্র আল-আকসা মসজিদ ছিল তার সব সময়কার আকাঙ্খা। ইনশাল্লাহ আমরা সবসময় তার এই আকাঙ্খা ও ইচ্ছাকে সমুন্নত রাখার মিশন অব্যাহত রাখব।"  

শহীদ আকিল হিজবুল্লাহর অভিজাত বাহিনীর রাদওয়ান ইউনিটের কমান্ডার ছিলেন। তিনি ১৯৮০ সালে দিকে হিজবুল্লাহ আন্দোলনে যোগ দেন এবং ইসরাইলের বিরুদ্ধে বহু অভিযান পরিচালনা করেছেন।

গতকাল বৈরুতের দাহিয়েহ এলাকায় চালানো বিমান হামলায় অন্তত ১৪ জন শহীদ ও ৬৬ জন আহত হয়েছেন বলে জানান লেবাননের কর্মকর্তারা।#

পার্সটুডে/এসআইবি/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন